Advertisement

ধর্ম

Vastu Tips Door Direction At Home: বাড়ির দরজাই আপনার সর্বনাশ ডেকে আনছে না তো? জানুন বাস্তুর নিয়ম

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Aug 2022,
  • Updated 3:06 PM IST
  • 1/8

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মুখ্য দরজা আমাদের ভাগ্যের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত। যখন আপনি ঘরের বাইরে বেরোবেন তখন আপনার মুখ বা 'ফেস' যেদিকে থাকবে, সেটি আপনার বাড়ির বা ঘরের দরজার দিক বলে চিহ্নিত হয়।

  • 2/8

ঘরের দরজার দিক থেকে, কোনও বিশেষ গ্রহ ঘরে শুভ বা অশুভ প্রভাব ফেলে। যদি কোনও গ্রহ আপনার জন্য অনুকূল হয়, তাহলে ঘরের মুখ্য দ্বার দিয়ে আপনার জন্য অশেষ লাভ নিয়ে আসতে পারে। আর খারাপ ফল দিলে তা জীবনে ব্যর্থতার সমস্যা শুরু হয়ে যায়। আসুন আমরা জেনে নিই যে ঘরের দরজা কোন দিকে শুভ পরিণাম দেয় এবং কোন দিশাতে অশুভ ফল দেয়।

  • 3/8

যদি আপনার ঘরের মুখ্য দরজা পূর্ব দিকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু যদি আপনার কুণ্ডলীতে মঙ্গল দুষ্ট থাকে, তাহলে দরজার কারণে ঋণের বোঝা বাড়তে থাকে। আপনাকে প্রত্যেকটি পয়সার জন্য সংঘর্ষ করতে হয়।

  • 4/8

যদি ঘরের মুখ্য দরজা পশ্চিম দিকে থাকে, তাহলে এটি টাকা পয়সার বিষয়ে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু যদি কুণ্ডলীতে বুধ ঠিক না থাকে, তাহলে ঘরে পয়সা টেঁকে না। ঘরের সমস্ত জমা পুঁজি শেষ হতে থাকে।

  • 5/8

যদি ঘরের মুখ্য দরজা দক্ষিণ দিকে হয়, তাহলে এই দরজা জীবনের সংঘর্ষ চরমে নিয়ে যায়। কিন্তু যদি কুণ্ডলীতে শনি ও মঙ্গলের স্থিতি ঠিক থাকে তাহলে এই দরজা ঘরে উল্টো ফল দিয়ে খুশি এবং সম্পন্নতা নিয়ে আসতে পারে।

  • 6/8

যদি ঘরের মুখ্য দরজা ঈশাণ কোণে হয়, তাহলে নিশ্চিত সেটি শুভ ফল দেবেই। কিন্তু যদি কুন্ডলীতে বৃহস্পতির স্থিতি ঠিক না থাকলে এর দ্বারা গভীর রোগ ঘরে প্রবেশ করতে পারে।

  • 7/8

যদি ঘরের মুখ্য দরজা বায়ু কোণে হয় তাহলে সাধারণত এটি ভালো ফল দেয়। কিন্তু যদি কুন্ডলীতে শনি ভালো না থাকে, তাহলে মিত্ররাও শত্রুতে পরিণত হয়। বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ শুরু হয়।

  • 8/8

ঘরের মুখ্য দরজা কীভাবে রাখলে লাভ হবে?

ঘরের মুখ্য দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দরজার উপরে নিয়মিতভাবে আমের পাতার মালা ঝোলান। মুখ্য দরজা অবশ্যই যেন ঘরের ভিতরের দিকে খোলে এটা খেয়াল রাখতে হবে। দরজায় গণেশ যে ছবি লাগান। মুখ্য দরজাতে ডালিম এবং শমীগাছ যদি লাগাতে পারেন তাহলে ভালো ভল দেয়। দরজার সামনে জমি না থাকলে, টবে গাছ লাগানো যেতে পারে। এটি ঘরের সামনের নেগেটিভিটিকে দূর করে শুভ ফল দেয়।

Advertisement
Advertisement