Advertisement

ধর্ম

Tuesday Vastu Tips : মঙ্গলবার ভুলেও করবেন না এই ৪ কাজ, বাড়িতে হতে পারে ঘোর অমঙ্গল

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Nov 2022,
  • Updated 12:00 AM IST
  • 1/6

সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও গ্রহকে উৎসর্গ করা হয়। শাস্ত্র অনুসারে, গ্রহগুলিকে যদি অনুকূলে রাখতে হয়, তবে দিন হিসেবে কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত। 

  • 2/6

এই প্রতিবেদনে আলোচনা করা হবে মঙ্গলবার নিয়ে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার কী কী কাজ করা উচিত নয়।
 

  • 3/6

১. মহাভারতের অনুশাসন পর্ব অনুসারে, মঙ্গলবার চুল কাটার অর্থ হল অকাল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এর ফলে মঙ্গল দোষও হয়।
 

  • 4/6

২. মঙ্গলবার ভুল করেও উরদ ডাল খাওয়া উচিত নয়। এই দিনে উরদ ডাল খেলে শনি মঙ্গলের সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। উরদ শনির সঙ্গে সম্পর্কিত।
 

  • 5/6

৩. মঙ্গলবার নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এই দিনে এটি করলে আপনার জীবনে আসতে পারে বিবিধ সমস্যা। তাই এই দিন নখ না কাটাই ভাল।

আরও পড়ুন - শরীরের ফ্যাট কমায় মেথি, খেতে হবে এই ৫ নিয়মে

  • 6/6

৪. বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এই দিন বড় ভাইয়ের সঙ্গে বিবাদে অনেক সমস্যা তৈরি হতে পারে। এমনকী দুর্ঘটনা বা বিভিন্ন বিষয়ে ভোগান্তি হতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনে বাড়তে পারে অশান্তি। তাই মঙ্গলবার অবশ্যই বড় ভাইয়ের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। 

Advertisement
Advertisement