Advertisement

ধর্ম

Crow Poop: কাকের মল গায়ে পরলে কী হয়? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2025,
  • Updated 5:19 PM IST
  • 1/8

পাখি ছাড়া এই দুনিয়া অসম্পূর্ণ। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমরা পাখির ডাক শুনতে পাই, আবার দিনের শেষেও তাই। পাখি আমাদের সকলের কাছেই প্রিয়।

  • 2/8

পাখির কিচিরমিচির শব্দ আমাদের ভাল লাগে। আবার অনেকে বাড়িতে পাখি পোষেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও পাখির বিশেষ ভূমিকা রয়েছে।

  • 3/8

জ্যোতিষ মতে, পাখির বিশেষ তাৎপর্য রয়েছে। অনেক সময়ই আমাদের ঘরের মধ্যে পাখি ঢুকে পড়ে। শাস্ত্র মতে, পাখি নানা রকম ইঙ্গিত দেয়। জীবনে শুভ না অশুভ প্রভাব পড়বে, তার আগাম ইঙ্গিত দেয়।

  • 4/8

জ্যোতিষ শাস্ত্রে তাই, পাখির আলাদা গুরুত্ব রয়েছে। মনে করা হয়, ঘরে পাখি এলে নানা শুভ প্রভাব পড়ে। বিশেষ করে, তা যদি চড়ুই, পায়রা হয়। ঘরে চড়ুই পাখি এলে সৌভাগ্য লাভ হতে পারে বলে মনে করা হয়।

  • 5/8

আবার, এ-ও বিশ্বাস করা হয় যে, ঘরে জোড়া শালিক দেখা শুভ। কিন্তু এক শালিক দেখা অশুভ।

  • 6/8

অনেক সময়ই পাখির পায়খানা আমাদের গায়ে পড়ে। তার জেরে বিপাকে পড়তে হয়। বাইরে বেরিয়ে পাখির পায়খানা গায়ে পড়লে বিপাকে পড়তে হয়। জ্যোতিষ মতে, পাখির পায়খানাও বিশেষ ইঙ্গিত দেয়। জেনে নেওয়া যাক, পাখির পায়খানা গায়ে পড়লে ঠিক কী হয়।

  • 7/8

'জ্যোতিষ মতে, পাখির পায়খানা মাথায় যদি পড়ে, তা হলে ধনলাভ হবে। 'পাখির পায়খানা গায়ে পড়লে ইতিবাচক বদল ঘটে জীবনে।

  • 8/8

তবে এগুলো সবই প্রচলিত বিশ্বাস। পাখির পায়খানায় জীবাণু থাকে। তাই গায়ে পাখির পায়খানা পড়লে, অবশ্যই তা পরিষ্কার করুন ভাল করে।

Advertisement
Advertisement