Advertisement

Bengali New Year Poila Boisakh Luck Astro Tips: নিজের ভাগ্যকে বশে রাখতে পয়লা বৈশাখে এই কাজ করুন, ফল মিলবেই

Bengali New Year Poila Boisakh Luck Astro Tips: নিজের ভাগ্যকে বশে রাখতে পয়লা বৈশাখে এই টোটকা করুন, দারুণ ফল। ঘরে থাকা জিনিস দিয়েই করা যায় এই উপায়। শুধু একটা দিন একটু মনে করে এই কাজগুলি করে ফেলুন।

নিজের ভাগ্যকে বশে রাখতে পয়লা বৈশাখে এই টোটকা করুন, দারুণ ফলনিজের ভাগ্যকে বশে রাখতে পয়লা বৈশাখে এই টোটকা করুন, দারুণ ফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Mar 2023,
  • अपडेटेड 1:14 PM IST
  • নিজের ভাগ্যকে বশে রাখুন এভাবে
  • পয়লা বৈশাখে এই টোটকা করুন
  • ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে

Bengali New Year Poila Boisakh Luck: বাংলা নববর্ষ (Bengali New Year) দোরগোরায়। পয়লা বৈশাখ (Poila Boisakh) শুরু হচ্ছে। নববর্ষের প্রথমদিন তথা পয়লা বৈশাখে কয়েকটি কাজ করলে আপনার পুরো বছর ভাল কাটবে। সাধারণ এই উপায়ে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চাইলে এই টোটকা পালন করুন।

আসুন জেনে নিই কীভাবে বাস্তু বদলে ভাগ্য ফেরাবেন

১. পয়লা বৈশাখের সকালে গঙ্গাজল বা পরিষ্কার জলে সাতটি আমপাতা ধুয়ে ফেলুন। ভালভাবে পরিষ্কার করে তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন। আমপাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিন। তারপর সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাকে। শেষে দরজায় ধূপ-ধুনো দেখিয়ে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে। যদি মাটি না থাকে তবে টবে মাটি নিয়েও পুঁতে ফেলতে পারেন। এতে বাস্তুদোষ কেটে যাবে।

আরও পড়ুন

২.নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে ক্যাশব্যাক্সের উপর একটি বাটিতে সাদা সরষে এবং একটি বাটিতে গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গা বা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। পরতে হবে শুদ্ধ পোশাক। সঙ্গে দেখাতে হবে ধূপ এবং ধুনো।

৪. পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে ধূপ-ধুনো দিন। ধোঁয়া যেন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।

৫. গোটা সুপারি, হরিতকি, পাঁচটি কড়ি, গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে তামার ঘটে রাখতে হবে। ঘটে লাল কাপড়ে বেঁধে ফেলুন। সেই ঘট বাড়িতে পবিত্র জায়গায় কিংবা দোকানে রাখুন। বাড়িতে রাখলে যেখানে টাকা আছে, সেখানে রাখবেন। দোকানে রাখতে চাইলে ক্যাশবাক্সের উপর রাখতে পারেন।

(এই সমস্ত জ্যোতিষ বিশ্বাস অনুসারে লেখা। সবার সমান ফল নাও দিতে পারে।)

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement