আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মানেই বছরের শেষ। এবছর ৩১ ডিসেম্বর পড়েছে শনিবার। বছরের শেষ দিনে সবাই চান এমন কিছু করতে যাতে নতুন বছরের শুরুটা ভাল হয়। শনিবার বছরের শেষ দিন হওয়ায় ভক্তরা শনিদেবের আশীর্বাদ পেতে ও তাঁকে খুশি করার অভূতপূর্ব সুযোগ পেয়ে যাচ্ছেন। ২০২২ সালটা প্রত্যেকের জন্যই কোনও না কোনওভাবে ফলপ্রসূ হয়েছে। সেই সঙ্গে ২০২৩ সালটিও ফলপ্রসূ করার জন্য জ্যোতিষশাস্ত্রে চলতি বছরের শেষ দিনে কয়েকটি কাজের কথা বলা হচ্ছে। জ্যোতিষ মতে, এর ফলে সুখ সমৃদ্ধিতে কাটতে পারে আগামী বছরটা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৩ সালের একটি শুভ সূচনা করতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর কিছু জিনিস দান করুন। পাদুকা বা জুতো সম্পর্কিত এই প্রতিকার করলে নতুন বছরের শুরুটা ভাল হবে এবং সারা বছর বিনা সমস্যায় কাটবে বলে মনে করা হয়। আর এর নেপথ্যে প্রধান কারণ হল, জুতো বা পাদকা শনিদেবের সঙ্গে সম্পর্কিত।
শনিবার জুতো দান করুন
বছরের শেষ দিন পড়ছে ৩১ ডিসেম্বর, এবার শনিবার। এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিবার জুতো দান করা শুভ ও ফলদায়ক হতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার জুতো ও চপ্পল কিনলে শনিদেব ক্রুদ্ধ হন। তবে এই দিন জুতো দান করলে ভীষণই প্রসন্ন হন শনিদেব। এমনটা করলে আগামী বছর ভাল কাটবে বলে মনে করা হচ্ছে।
জুতা ও চপ্পল সংক্রান্ত এই কাজটি শনিবার করুন
১. যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার জুতা ও চপ্পল দান করা বিশেষ শুভ। তাই শনির সাড়ে সাতি এবং ধইয়ার মধ্য দিয়ে যাওয়া মানুষদের এদিন এই জিনিস দান করুন। তাতে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
২. শনিবার কালো জুতো ও চপ্পল দান করা শুভ বলে মনে করা হয়। এই দিন গরীব বা অভাবীদের জুতো দান করুন। এর ফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে।
৩. জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার জুতো এবং চপ্পল কেনা থেকে বিরত থাকা উচিত। এটি ক্রেতার দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন - গ্যাস-অম্বলে মাথা ঘোরা-যন্ত্রণা? ৫ উপায়ে মিলবে দ্রুত আরাম