হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের অগাস্ট মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে (Festivals & Vrats in August)। গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ১৭ অগাস্ট পর্যন্ত থাকবে শ্রাবণ মাস। দেবাদিদেব শিবের (Lord Shiva) মাস বলা হয় শ্রাবণ মাসকে (Shravana Month)। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। সেই সঙ্গে কিছু বিশেষ কাজ এই মাসে শুভ বলে মনে করা হয়।
রাখি পূর্ণিমা (Rakhi Purnima) থেকে জন্মাষ্টমী (Janmastami), উৎসবে ভরা অগাস্ট মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ দেখে নিন এক নজরে।
হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, উৎসবের দিনগুলি দেখে নিন
* ২ অগাস্ট ২০২১- শ্রাবণ মাসের তৃতীয় সোমবার
* ৪ অগাস্ট ২০২১ - কামিকা একাদশী
* ৫ অগাস্ট ২০২১ - কৃষ্ণা প্রদোষ ব্রত
* ৮ অগাস্ট ২০২১ - শ্রাবণ অমাবস্যা
* ৯ অগাস্ট ২০২১ - শ্রাবণ মাসের চতুর্থ সোমবার
* ১৩ অগাস্ট ২০২১ - নাগ পঞ্চমী
আরও পড়ুন: শিবকে তুষ্ট করতে এই কাজগুলি শ্রাবণের সোমবারে ভুলেও করবেন না!
* ১৬ অগাস্ট ২০২১ - শ্রাবণ মাসের পঞ্চম সোমবার / রামকৃষ্ণ দেব তিরোধান দিবস
* ১৭ অগাস্ট ২০২১ - মনসা পুজো
* ১৮ অগাস্ট ২০২১ - শ্রাবণ পুত্রদা একাদশী/ ঝুলন যাত্রা
* ২০ অগাস্ট ২০২১ - শুক্লা প্রদোষ ব্রত
* ২২ অগাস্ট ২০২১ - রাখি পূর্ণিমা
* ৩০ অগাস্ট ২০২১ - জন্মাষ্টমী / লোকনাথ জন্ম তিথি
আরও পড়ুন: দেবীর আগমন-গমনে কী বার্তা দিচ্ছে এবার! ধরায় ফিরবে সুদিন?