Advertisement

Bipadtarini Pujo 2021: সংকট থেকে রক্ষা পেতে করা হয় বিপত্তারিণী পুজো! জানুন এই পুজোর মাহাত্ম্য

দেবী দুর্গা ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী (Bipadtarini)। তাই যে কোনও মাতৃ শক্তির মন্দিরে এই পুজো হয়। ভক্তি মনে এই পুজো করলে, যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। 

দেবী দুর্গা ১০৮ অবতারের অন্যতম বিপত্তারিণী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2021,
  • अपडेटेड 6:37 PM IST
  • হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক।
  • ভক্তি মনে এই পুজো করলে, যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। 
  • দেবী দুর্গা ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী।

হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের (Bipadtarini Pujo) গুরুত্ব অনেক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত (Bipadtarini Vrat) করা হয়। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। তাই যে কোনও মাতৃ শক্তির মন্দিরে এই পুজো হয়। ভক্তি মনে এই পুজো করলে, যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। 

হিন্দুধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হল সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয় দেবীকে।  

বিপত্তারিণী পুজো ২০২১-র তারিখ (Bipadtarini Pujo 2021 Date)

আগামী ১৩ জুলাই (২৩ আষাঢ়), মঙ্গলবার এবং ১৭ জুলাই (৩২ আষাঢ়) শনিবার পালন করা হবে বিপত্তারিণীর ব্রত। 

ব্রত পালনের উপকরণ 

ঘট, আম্র পল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ গাছি গিঁট দেওয়া লাল সুতো (সঙ্গে ১ত টি দূর্বা বাঁধা), ১৩টি দূর্বা, ১৩টি পান ও ১৩টি সুপুরি। 

আরও পড়ুন: কেন হয় রথযাত্রা? জানুন জগন্নাথধাম পুরী ঘিরে থাকা আসল কাহিনী 

বিপত্তারিণী পুজোর নিয়ম 

* ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভাল।

* উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। 

* পুজো শেষে ১৩ টা লুচি ও ১৩ রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে।  

Advertisement

* পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা ১৩ টি গিঁট দেওয়া লাল সুতো (ডোর) হাতে বেঁধে নিতে হয়। 

* এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয়। এটি অন্তত তিনদিন হাতেই রাখার নিয়ম। 

আরও পড়ুন: দেবীর আগমন-গমনে কী বার্তা দিচ্ছে এবার! ধরায় ফিরবে সুদিন? 
 
বিপত্তারিণীর মন্ত্র:

মাসি পূণ্যতমেবিপ্রমাধবে মাধবপ্রিয়ে।ন বম্যাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে। সর্পঋক্ষে চ মধ্যাহ্নেজানকী জনকালয়ে। আবির্ভূতা স্বয়ং দেবীযোগেষু শোভনেষুচ। নমঃ সর্ব মঙ্গল্যেশিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বক্যে গৌরী নারায়ণী নমস্তুতে।।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement