Advertisement

Chandra Grahan 2022 : সূর্যের পর এবার চন্দ্র, ১৫ দিনে ২ গ্রহণে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ধর্মীয় বিশ্বাস অনুসারে, গ্রহণ একটি অশুভ ঘটনা যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই গ্রহণের অশুভ প্রভাব এড়াতে অনেক প্রতিকারের পরামর্শ দেওয়া হয়। গ্রহণকালে মন্দিরের দরজা বন্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। গ্রহণের কিছু সময় আগে খাবারের মধ্যে কুশ বা তুলসী পাতা দিয়ে রাখতে হবে এবং গ্রহণ শেষ হলে তা ঘরের বাইরে ফেলে দিতে হবে। চন্দ্রগ্রহণের পর স্নান করে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Oct 2022,
  • अपडेटेड 7:03 PM IST
  • সামনের মাসে চন্দ্রগ্রহণ
  • ভারতেও হবে দৃশ্যমান
  • জেনে নিন প্রভাব

বছরের শেষ সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। এবার আসতে চলেছে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022)। আগামী ৮ নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমায় হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে, যা ভারত থেকেও দৃশ্যমান হবে। বিকেল সাড়ে ৫টার পর শুরু গ্রহণ (Lunar Eclipse 2022), চলবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত। প্রায় দেড় ঘণ্টার এই গ্রহণ ভারত থেকেও দেখা যাবে। ভারত ছাড়াও এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে।

পরপর দু'টি চন্দ্রগ্রহণের প্রভাব (Chandra Grahan 2022 Effects)
জ্যোতিষীদের মতে, ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ বিশ্বে বিশেষ প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ। হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ। শ্লথ হয়ে যেতে পারে উন্নয়নের গতি। ব্যবসায়ী শ্রেণিরও উদ্বেগ বাড়তে পারে।

চন্দ্রগ্রহণের সময় এই সাবধানতাগুলি অবলম্বন করুন (Chandra Grahan 2022 Pratikar)
ধর্মীয় বিশ্বাস অনুসারে, গ্রহণ একটি অশুভ ঘটনা যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই গ্রহণের অশুভ প্রভাব এড়াতে অনেক প্রতিকারের পরামর্শ দেওয়া হয়। গ্রহণকালে মন্দিরের দরজা বন্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। গ্রহণের কিছু সময় আগে খাবারের মধ্যে কুশ বা তুলসী পাতা দিয়ে রাখতে হবে এবং গ্রহণ শেষ হলে তা ঘরের বাইরে ফেলে দিতে হবে। চন্দ্রগ্রহণের পর স্নান করে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।
 

আরও পড়ুন২৪ বছর পর কংগ্রেসে অ-গান্ধী সভাপতি, খাড়গে দায়িত্ব নিতেই ভাঙা হল CWC

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement