সুন্দর ভাবে সকলেই বাঁচতে চান। সকলেই চান জীবনের পথ যেন মসৃণ হয়। কিন্তু জীবনের যাত্রাপথে অনেক সময়ই নানা বাধা-বিপত্তি আসে। যার ফলে আমরা নানা সমস্যার মুখোমুখি হই। তবে কিছু টোটকা মেনে চললে অনেক সময়ই নানা সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি।
আমাদের কপালে কী রয়েছে, তার আন্দাজ পেতে অনেক সময়ই আমরা জ্যোতিষীর কাছে যাই। কেউ আবার হাত দেখান। তবে এর পাশাপাশি, বাস্তুশাস্ত্র সম্পর্কেও জানা জরুরি।
বাস্তু মতে কিছু জিনিস মেনে চললে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আবার বাস্তু দোষ থাকলে নানা সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় আমরা নিজেদের ব্যবহার করা জিনিস অন্য কাউকে দিই। তবে জানেন তো, নিজের ব্যবহার করা এমন কিছু জিনিস অন্যকে দেওয়া মোটেই শুভ নয়। তাতে জীবনে বিড়ম্বনা বাড়ে। এই জিনিসগুলি অন্য কাউকে দিলে নানা সমস্যা তৈরি হতে পারে। জেনে নিন...
* বাস্তু মতে, যে বালিশ আপনি মাথায় দিয়ে ঘুমোন, সেই বালিশ কখনওই কাউকে ব্যবহার করতে দেবেন না। মনে করা হয়, নিজের বালিশ অন্য কাউকে দিলে সুখ-শান্তির ব্যাঘাত ঘটে।
* নিজের ব্যবহার করা জুতো কখনও কাউকে দেবেন না। এতে জীবনে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে। নানা সমস্যায় ভুগতে পারেন।
* অন্য কাউকে আপনার ঘড়ি ব্যবহার করতে দেবেন না। এতে নানা রকম বাধা-বিপত্তির মুখে পড়তে পারেন।
* বাস্তু মতে, নিজের পারফিউম বা সুগন্ধী কখনও অন্য কাউকে দেবেন না।
* অনেকে ভাগ্য ভাল করতে ব্রেসলেট পরেন। কিন্তু সেই ব্রেসলেট অন্য কাউকে দিলে ফল পাওয়া যায় না।
* যে পেনে আপনি লেখালেখি করেন, সেই পেন অন্য কাউকে দেবেন না। এতে লোকসান হতে পারে।
* নিজের আংটি অন্য কাউকে দিলে পরিবারে নানা সমস্যা হতে পারে। আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে।