Advertisement

Durga Puja Belur Math: বেলুড় মঠে এ বছর কুমারীপুজো কখন? সন্ধিপুজো-সহ দুর্গাপুজোর পূর্ণ সূচি

প্রতি বছরই বহু মানুষ দুর্গাপুজোয় বেলুড় মঠে ভিড় জমান। ভক্তিভরে পুজোয় অংশ নেন বহু মানুষ। বেলুড় মঠে এ বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হল। জেনে নিন, কবে কখন, কী অনুষ্ঠান রয়েছে...

বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2024,
  • अपडेटेड 9:29 AM IST
  • প্রতি বছরই বহু মানুষ দুর্গাপুজোয় বেলুড় মঠে ভিড় জমান।
  • ভক্তিভরে পুজোয় অংশ নেন বহু মানুষ।
  • লুড় মঠে এ বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হল।

আশ্বিন মাস মানেই কাশফুলের দোলা আর শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। আনন্দ ধ্বনিতে মেতে ওঠে আকাশ-বাতাস। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়। যার জন্য বাঙালি বছরভর অপেক্ষা করে থাকে। বাংলা ক্যালেন্ডারে এখন ভাদ্র মাস চলছে। তারপরেই আশ্বিনের আগমন হবে। ইংরেজিতে অক্টোবর মাসে পুজো পড়েছে এবার। মানে, মেরেকেটে পুজো আসতে ২ মাসেরও কম সময় রয়েছে। পুজোয় আলাদা আকর্ষণ থাকে বেলুড় মঠে। রীতি মেনে পুজো করা হয় গঙ্গাপাড়ের এই বিশেষ জায়গায়। 

ভক্তিভরে পুজো করা হয় বেলুড় মঠে।

প্রতি বছরই বহু মানুষ দুর্গাপুজোয় বেলুড় মঠে ভিড় জমান। ভক্তিভরে পুজোয় অংশ নেন বহু মানুষ। বেলুড় মঠে এ বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হল। জেনে নিন, কবে কখন, কী অনুষ্ঠান রয়েছে...

বেলুড় মঠের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই নিয়ে বিস্তারিত সূচি তুলে ধরা হয়েছে। 

৮ অক্টোবর: সন্ধ্যা সাড়ে ৬টায় বোধন। 
৯ অক্টোবর: সন্ধ্যা সাড়ে ৬টায় আমন্ত্রণ এবং অধিবাস। 
১০ অক্টোবর (সপ্তমী): পুজো শুরু সকাল সাড়ে ৫টায়।
১১ অক্টোবর (অষ্টমী): পুজো শুরু সকাল সাড়ে ৫টায়। কুমারী পুজো শুরু সকাল ৯ টায়। সন্ধিপুজো বেলা ১১টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত। 

১২ অক্টোবর (নবমী): পুজো শুরু সকাল সাড়ে ৫টায়। সকাল ৯টা ৪৫ মিনিটে হোম। 

১৩ অক্টোবর: দশমীর পুজো শুরু হবে সকাল সাড়ে ৬টায়। বিসর্জন করা হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। 


প্রত্যেক দিন দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে। প্রত্যেক দিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর সন্ধ্যারতি হবে। 

Advertisement

বেলুড় মঠে দুর্গাপুজো সরাসরি ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে। লিঙ্কস পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement