Advertisement

Good Time Signs: সুসময় আসছে জীবনে, এভাবেই আগাম বুঝে যাবেন

সময় বদলায়। কখনও ভাল সময় আসে। কখনও খারাপ। কখনও হাসি-খুশিতে দিন কাটে, কখনও কষ্ট ভোগ করতে হয়।

সুসময়ের লক্ষণ। সুসময়ের লক্ষণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2022,
  • अपडेटेड 9:06 AM IST
  • কারও জন্য সময় এক জায়গায় থেমে থাকে না।
  • কখনও ভাল সময় আসে। কখনও খারাপ।

Good Time Signs-কারও জন্য সময় এক জায়গায় থেমে থাকে না। সম্বৎসর এক যায় না। সময় বদলায়। কখনও ভাল সময় আসে। কখনও খারাপ। কখনও হাসি-খুশিতে দিন কাটে, কখনও কষ্ট ভোগ করতে হয়। তখন জীবন কঠিন হয়ে পড়ে। খারাপ সময় কখন কাটবে সেই অপেক্ষায় থাকেন বহু মানুষ। খারাপ সময়ের পর যখন সব ভাল হতে থাকে তার আনন্দই আলাদা। আপনার যে সুসময় শুরু হতে চলেছে, তা ৫টি লক্ষণেই বুঝতে পারবেন। 

খারাপ সময়ের লক্ষণ

আপনার সময় যখন ভাল যাচ্ছে না, তখনও কিছু লক্ষণ দেখা যায়। ঘরে অদ্ভুত নীরবতা থাকবে। আপনি যদি গরু, কুকুরকে খাওয়াতে চান তারা খায় না। ঘরে ইতিবাচকতা থাকে না। পরিজনদের চালচলন স্বাভাবিক দিনের মতো হয় না।

আরও পড়ুন

সুসময়ের লক্ষণ

১। চড়ুই- সুসময়ের বার্তা দেয় বাড়ির উঠোনের চড়ুই। ভাল সময় আসার আগে চড়ুই পাখির কিচিরমিচির শুনতে পারবেন। চড়ুই যদি আপনার বাড়িতে আসে, তবে ঘরে জল-খাবার ইত্যাদি ফ্ল্যাটের ব্যালকনি বা ছাদে বা উঠোনে রেখে দিন।


২। গরু- হঠাৎ করে আপনার বাড়ির সামনে যদি গরু থমকে দাঁড়ায় তাহলে বুঝবেন আপনার শুভ সময় আসছে। গরুকে প্রথম রুটি বা অন্য খাবার খেতে দিন। এতে লাভবান হবেন।

৩। আকন্দ- শুভ সময় আসার আগে দেখবেন ভোলেবাবার প্রিয় ফুল আকন্দ গাছ আপনার বাড়ির সামনে বেড়ে উঠবে। এই ফুল অত্যন্ত শুভ। নিয়মিত জল দিন। 

৪। সাদা পায়রা- যদি আপনার ঘরে সাদা পায়রা এসে বসে তাহলে বুঝবেন আপনার শুভ সময় শুরু হতে চলেছে।

৫। প্রজাপতি- সুসময় আসার আগে আপনি বিভিন্ন রঙের প্রজাপতি দেখতে পাবেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement