সংসার যাতে সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকে, তা সকলেই চান। হিন্দু ধর্মে মনে করা হয়, মা লক্ষ্মী প্রসন্ন হলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। তাই ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মীকে তুষ্ট করতে নানা নিয়ম মানা হয়। যার মধ্যে অন্যতম হল কড়ি।
ঘরে কড়ি রাখা অত্যন্ত শুভ। মনে করা হয়, যে কয়েকটি জিনিসে দেবী লক্ষ্মী বাস করেন, তার মধ্যে অন্যতম হল কড়ি। তাই হিন্দু ধর্মে কড়িকে পবিত্র বলে মনে করা হয়। টাকা আবিষ্কারের অনেক আগেই কড়ির ব্যবহার ছিল। যে কোনও জিনিস কেনাবেচা করা হয় কড়ি দিয়ে। তাই কড়িকে অর্থের প্রতীক হিসাবে মনে করা হয়। কড়ির সঙ্গে যেহেতু মা লক্ষ্মীর যোগ রয়েছে,তাই কড়ির আলাদা মাহাত্ম্য রয়েছে।
মনে করা হয়, বাড়িতে কড়ি রাখলে সংসারে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। বিশ্বাস করা হয়, কড়ি রাখলে সংসারে অর্থাভাব কেটে যায়। সুখ-সমৃদ্ধিতে ভরে যায় সংসার। তাই অনেকেই বাড়িতে কড়ি রাখেন। তবে কড়ি যেমন তেমন করে বাড়িতে রাখা ঠিক নয়। সঠিক ভাবে ঘরে কড়ি রাখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
তা হলে জেনে নিন, কোথায় কড়ি রাখা শুভ?
* জ্যোতিষ মতে, ঠাকুর ঘরে কড়ি রাখা খুব শুভ। ঠাকুরের আসনে কড়ি রাখলে তুষ্ট হন মা লক্ষ্মী। কেউ কেউ লক্ষ্মীর ঝাঁপির মধ্যে কড়ি রাখেন। মনে করা হয়, এতে ধনদেবী প্রসন্ন হন।
* মনে করা হয়, যে বাড়িতে কড়ি পুজো করা হয়, সেই বাড়িতে কোনও অর্থাভাব হয় না। সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।
* কড়ি অর্থকে আকর্ষণ করে। তাই বাড়িতে টাকা রাখার জায়গায় কড়ি রাখলে ফল পাওয়া যায়।
* মা লক্ষ্মীর পুজো করলে কড়িরও পুজো করা ভাল।
* জাফরান বা হলুদ মিশ্রিত জলে কড়ি ভিজিয়ে রাখুন। পুজো হয়ে গেলে ২টো কড়ি লাল কাপড়ে বেঁধে ঘরের দুই জায়গায় রাখুন।
* একটি কড়ি বাড়িতে টাকা রাখার জায়গায় রাখুন। অন্য কড়িটি রাখুন ঠাকুরের কাছে। এতে বাড়িতে অর্থলাভ হতে পারে।
* শুক্রবার ১১টি কড়ি হলুদ কাপড়ে বেঁধে বাড়ির উত্তর দিকের কোনও স্থানে রাখুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।