Advertisement

Mahashivratri 2024: সুখের সুনামি হবে, শিবকে এভাবে তুষ্ট করলেই সোনার সংসার, জানুন

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধমীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ।

ভগবান শিবের আশীর্বাদ পেলে জীবনে সুখ আসে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2024,
  • अपडेटेड 6:23 PM IST
  •  ভগবান শিবের আশীর্বাদ লাভ করলে জীবন সুখের হয়।
  • বিশেষ করে, শিবরাত্রিতে মহাদেবের পুজো করলে ফল পাওয়া যায়।
  • এ বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি।

হিন্দু ধর্মে মনে করা হয়,  ভগবান শিবের আশীর্বাদ লাভ করলে জীবন সুখের হয়। সব বাধা দূর হয়। মনে করা হয়, কৈলাসে থাকেন মহাদেব। ভক্তিভরে শিবের আরাধনা করা হয় সর্বত্র। বিশেষ করে, শিবরাত্রিতে মহাদেবের পুজো করলে ফল পাওয়া যায়।


কবে মহাশিবরাত্রি? 


বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধমীয় বিশ্বাস, এই শুভ তিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ। এ বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি। ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।


কী করলে প্রসন্ন হবেন মহাদেব? 

* প্রতিদিন শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনে কখনও অর্থাভাব হয় না। 

*  জ্যোতিষ মতে, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন। এতে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। 

* প্রতি সোমবার শিবের আরাধনা করলে ফল পাওয়া যায়। 

* ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন। পুজো শেষে এই চাল কোনও দরিদ্র কাউকে দান করুন। 

* রোজ শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করলে হর-গৌরীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে শিব-পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। 


শিবরাত্রিতে যে কোনও শিবমন্দিরে ১১টি প্রদীপ জ্বালান। এতে লাভবান হবেন। শিবরাত্রিতে শিবের মন্ত্র 'ওম নম: শিবায়' জপ করুন। এতে চাকরিতে উন্নতি হবে। পাশাপাশি, ব্যবসায়ীরাও সফল হবেন। দূর হবে অর্থকষ্ট। শিব পুরাণে বলা হয়েছে, রাতে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায়। রাত ১১টা থেকে ১২টার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে লাভবান হবেন।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement