Advertisement

Kitchen Vastu Tips: রান্নাঘরে এই জিনিস রাখলেই কাঁড়ি কাঁড়ি টাকা আসবে

বাড়ির রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পরিবারের সকল সদস্য়ের স্বাস্থ্য, সুখ, আনন্দ অনেকটাই নির্ভর করে রান্নাঘরের উপর। তাই বাড়িতে অন্য ঘরগুলির যত্ন নেওয়ার পাশাপাশি রান্নাঘরকেও সুন্দর করে সাজাতে হয়। রান্নাঘর পরিষ্কার থাকলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

রান্নাঘরে কোন জিনিস রাখা শুভ, জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2024,
  • अपडेटेड 5:13 PM IST
  • বাড়ির রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা।
  • রান্নাঘরে এমন কিছু জিনিস রাখলেই ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।
  • রান্নাঘরে ভুল জিনিস রাখলে এর বিপরীত হতে পারে।

বাড়ি হল অনেকটা মন্দিরের মতো। রোজ কাজ সেরে দিনের শেষে বাড়িতে না এলে মন শান্ত হয় না। যেখানে থাকি আমরা, সেই ঘর যদি সাজানো-গোছানো হয়, তা হলে মন ফুরফুরে থাকে সবসময়। তাই বাড়ির যত্ন নেওয়া প্রয়োজন। বাড়িতে কোনও দোষ থাকলে, তা কাটানো উচিত। সেই কারণেই আমাদের বাস্তুশাস্ত্র জানতে হয়। 

বাড়ির রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পরিবারের সকল সদস্য়ের স্বাস্থ্য, সুখ, আনন্দ অনেকটাই নির্ভর করে রান্নাঘরের উপর। তাই বাড়িতে অন্য ঘরগুলির যত্ন নেওয়ার পাশাপাশি রান্নাঘরকেও সুন্দর করে সাজাতে হয়। রান্নাঘর পরিষ্কার থাকলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

বাস্তু মতে, রান্নাঘরে এমন কিছু জিনিস রাখলেই ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। আবার, রান্নাঘরে ভুল জিনিস রাখলে এর বিপরীত হতে পারে। তাই রান্নাঘরে কী কী রাখা শুভ, তা জেনে নেওয়া দরকার। 

রান্নাঘরে কী রাখবেন?

* বাস্তু মতে, রান্নাঘরে হলুদ রাখা খুবই শুভ। হলুদের নানা গুণ রয়েছে। আবার, হিন্দু ধর্মে হলুদ নানা কাজে লাগে। পুজোয়, শুভ অনুষ্ঠান হলুদ ছাড়া সম্পন্ন হয় না। মনে করা হয়, রান্নাঘরে হলুদ রাখলে উপকার পাওয়া যায়। খেয়াল রাখবেন, হলুদের কৌটো যেন কখনও খালি না থাকে। 

* রান্নাঘরে হলুদ রাখলে অর্থপ্রাপ্তি হয়। বাড়িতে সুখ-শান্তি বিরাজ করে। 

* রান্নাঘরে  পিতল বা কাঁসার বাসন রাখাও শুভ। পিতলের থালা বা বাটিতে খাবার খাওয়া শরীরের জন্যও উপকারী। 

* ইদানীং প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে রান্নাঘরে অনেক বৈদ্যুতিন সামগ্রী থাকে। বাস্তু মতে, সেই সব সামগ্রী রান্নাঘরের পূর্ব দিকে রাখা উচিত। 

* রান্নাঘরে অ্যালোভেরা গাছ রাখাও শুভ। এতে আর্থিক সমস্যা মেটে। 

* রান্নাঘরের অগ্নিকোণে গ্যাস ওভেন রাখা ভাল।

Advertisement

* রান্নার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করলে অর্থলাভ হয়। 

* রান্নাঘরে পানীয় জলের ব্যবস্থা ঈশান কোণে রাখা ভাল। উত্তর-পশ্চিম দিকে সিঙ্ক রাখলে উপকার পাওয়া যায়। 

* মশলার পাত্র, বাসন, চাল রান্নাঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। 

* রান্নাঘরের দক্ষিণ দিকে সিলিন্ডার রাখা ভাল। 

* রান্নাঘরে কখনও কালো বা কমলা রং করবেন না। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement