কুকুর আমাদের অনেকেরই প্রিয় পোষ্য। কুকুরের বিশ্বাসযোগ্যতার গুণে মুগ্ধ হন সকলেই। তাই অনেকেই বাড়িতে কুকুর রাখেন। অনেকেরই বড় আদরের এই প্রিয় পোষ্য। আবার আমরা অনেক সময় পথেঘাটে নানা কুকুর দেখি। কেউ কেউ পথকুকুরদেরও যত্ন নেন। জ্যোতিষ মতে, কুকুরকে খাবার খাওয়ানো খুবই শুভ। এতে জীবন থেকে অনেক দোষ কেটে যায়।
আমরা ঘুমোনোর সময় অনেক সময়ই স্বপ্ন দেখি। কখনও ভাল স্বপ্ন দেখি, আবার কখনও খারাপ স্বপ্ন দেখি। স্বপ্নে আমরা কত কী দেখি। স্বপ্নশাস্ত্র মতে, প্রতিটি স্বপ্নের নেপথ্যেই কিছু না কিছু কারণ থাকে। অনেকেই স্বপ্নে পশু-পাখি দেখেন। আবার কেউ স্বপ্নে কুকুরকেও দেখেন। স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে কুকুর দেখার নানা অর্থ রয়েছে। এর গুরুত্বও রয়েছে। স্বপ্নে কুকুর দেখা কি শুভ না অশুভ? স্বপ্নে কুকুর দেখলে জীবনে নানা প্রভাব পড়ে বলে মনে করা হয়। সত্যিই কি প্রভাব পড়ে? স্বপ্নে কুকুর দেখলে ঠিক কী হয়? স্বপ্নে কুকুর দেখার অর্থ-ই বা কী? কী বলছে স্বপ্নশাস্ত্র?
স্বপ্নে কুকুর দেখলে কী হয়?
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে কুকুর দেখলে জীবনে তার নানা প্রভাব পড়তে পারে। জেনে নিন স্বপ্নে কুকুর দেখলে ঠিক কী ঘটে...
* স্বপ্নে কেউ যদি কালো রঙের কুকুর দেখেন, তা হলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
* কালো কুকুরকে স্বপ্নে দেখলে কোনও সুখবর পেতে পারেন। সুখ আসবে জীবনে। অর্থলাভ হতে পারে।
* স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে কোনও রাগী কুকুরকে দেখলে তা অশুভ। কোনও বিপাকে পড়তে পারেন।
* স্বপ্নে পাগল কুকুরকে দেখলে বুঝবেন অনেক পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য আসবে।
* স্বপ্নে যদি দেখেন, কোনও কালো কুকুর আপনার দিকে আসছে, তা হলে বুঝবেন কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে।