নতুন বছর পড়ল। আর তাই নিয়ে রয়েছে প্রত্যেক মানুষেরই আশা প্রত্যাশা। প্রত্যেকেই চাইছেন, নতুন এই বছরে যেন আসে সমস্ত সাফল্য। তাই আপনিও যদি ব্যবসা বা চাকরিতে সাফল্য পেতে চান, তাহলে নতুন বছরের শুরু থেকেই জীবনে ও বাসস্থানে আনতে হবে কিছু পরিবর্তন। এর জন্য দৈনন্দিন রুটিনেও কিছু ছোটখাটো পরিবর্তন আনতে হবে। যাঁরা মানসিক বা আর্থিক সমস্যায় ভুগছেন তাঁরা অবশ্যই এই প্রতিকারগুলি করতে পারেন। এক্ষেত্রে গায়ত্রী মন্ত্র জপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কর্মজীবনে সফল হতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এছাড়াও, আপনি মঙ্গলবার হনুমান জিকে ছোলা নিবেদন করে তাঁকে খুশি করতে পারেন।
গায়ত্রী মন্ত্র
যদি কর্মজীবনে সাফল্য পেতে চান এবং ব্যবসায় লাভ বা চাকরিতে পদোন্নতি পেতে চান তবে প্রতিদিন ৩১ বার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। এর ফলে জীবনে মানসিক শান্তি পাবেন। এছাড়া কেরিয়ারেও ভাল উন্নতি মিলতে পারে।
বজরঙ্গবলীকে ছোলা নিবেদন করুন
নতুন বছরে প্রতি মঙ্গলবার হনুমানজির বিশেষ পুজো করতে পারেন। মঙ্গলবার তাঁর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। পুজোয় হনুমান জিকে ছোলা নিবেদন করুন। জ্যোতিষীদের মতে, ছোলা নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হন।
বাড়িতে তুলসী গাছ লাগান
হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই বাড়িতে একটি তুলসী গাছ লাগান এবং প্রতিদিন এই গাছের পুজো করুন। এর ফলে পরিবারে শান্তি বজায় থাকবে। এ ছাড়া অর্থেরও আগমন হতে থাকবে। সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান। তাতে ঘর পবিত্র থাকবে।
অবিলম্বে ভাঙা মূর্তি সরিয়ে ফেলুন
বছরের শুরুতেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এছাড়া ভাঙা কোনও মূর্তি থাকলে তা সরিয়ে ফেলা উচিত। এরপর গণেশ জির মন্দিরে গিয়ে তাঁকে লাড্ডু নিবেদন করুন এবং সেই প্রসাদ গরীবদের মধ্যে বিতরণ করুন। তাতে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে।
আরও পড়ুন - সাধারণ সর্দি-জর, নাকি Omicron BF.7? রইল চেনার সাধারণ উপায়