Advertisement

Jyeshtha Month 2022: পূর্ণিমার পর শুরু হচ্ছে জ্যৈষ্ঠ, এই মাসে ৮ কাজ করলেই খুলবে ভাগ্য

সকাল থেকেই তৈরি হচ্ছে শিবযোগ। রাত ১০টা ৩৮ মিনিট থেকে সিদ্ধ যোগ শুরু হবে। জ্যৈষ্ঠ মাসে কয়েকটি ধর্মীয় বিধান মানলে ভাগ্যদেবতা সুপ্রসন্ন হন এবং পুণ্যলাভ হয়।

জ্যৈষ্ঠ মাসে কী করলে ভাগ্যপ্রসন্ন হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2022,
  • अपडेटेड 8:24 PM IST
  • ১৬ মে, সোমবার শুরু হচ্ছে নতুন মাস জ্যৈষ্ঠ।
  • বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত চলবে এই মাস।

১৬ মে, সোমবার শুরু হচ্ছে নতুন মাস জ্যৈষ্ঠ। বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত চলবে এই মাস। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে ১৬ মে সকাল ৯টা ৪৩ মিনিটে। ১৭ মে মঙ্গলবার সকাল ৬টা ২৫ মিনিটে শেষ হবে। চলতি বছর শুভ দিন থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ। 

এ দিন সকাল থেকেই তৈরি হচ্ছে শিবযোগ। সোমবার তো বাবার বার। রাত ১০টা ৩৮ মিনিট থেকে সিদ্ধ যোগ শুরু হবে। জ্যৈষ্ঠ মাসে কয়েকটি ধর্মীয় বিধান মানলে ভাগ্যদেবতা সুপ্রসন্ন হন এবং পুণ্যলাভ হয়। এ মাসে সূর্যের তেজ বেশি থাকে বলে ধারণা করা হয়। ফলে মন দিয়ে পুজো করলে সূর্য দেবতার আশীর্বাদও মেলে। এ মাসে জল সংরক্ষণের কথাও বলা হয়েছে। বিজ্ঞানকে মেলানো হয়েছে ধর্মের সঙ্গে। সূর্য ও বরুণদেবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাবেন।  
 
১। এবার জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে সোমবার। মাস শুরু করুন রুদ্রাভিষেক করে। আপনার সমস্ত ইচ্ছাপূরণ হবে। 

২। শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসকে সূর্য দেবতার পুজোর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে নিয়মিত স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। এবং সূর্যের মন্ত্র জপ করুন।

৩।  জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে রবিবার উপবাস করুন। নুন খাবেন না। মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন।

৪। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তাপ থাকে। এ মাসে জল ও পাখা দান উত্তম বলে বিবেচিত হয়। সম্ভব হলে তৃষ্ণার্তকে জল খেতে দিন। 

৫। পশু এবং পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করুন। গাছেদের জল দিন। এতে সূর্যদেবের কৃপা পাবেন। 

৬।জ্যৈষ্ঠ মাসে হনুমানজির মিলন হয়েছিল বলে কথিত। মঙ্গলবার বজরংবলিকে তুলসীর মালা দিয়ে পুজো করুন। সেই সঙ্গে লাড্ডু প্রসাদে দিন। সেই প্রসাদ বিতরণ করুন। মঙ্গলের সমস্যা কেটে যাবে। 

Advertisement

৭। জ্যৈষ্ঠ মাসে তিল দান করলে শুভ ফল পাবেন। 

 ৮। এই মাসে জলের পুজো করুন। গঙ্গাপুজো করতে পারেন। গঙ্গা দশহরা ও নির্জলা একাদশীর উপবাসও করতে পারেন এই মাসে।

আরও পড়ুন- এই ৪ দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না, রুষ্ট হন মা লক্ষ্মী 

 

    
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement