Advertisement

 Kaushiki Amavasya Tarapith: কৌশিকী অমাবস্যার আরতি আজ কখন? তারাপীঠের সাধক যা জানালেন

 Kaushiki Amavasya Puja Tarapith: কৌশিকী অমাবস্যা 'তারা মা'য়ের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবারের মতোই এবারেও তারাপীঠে কৌশিকী অমাবস্যা মহা ধুমধামে পালিত হচ্ছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে 'মায়ের আরতি' কখন হবে? সব তথ্য পাবেন এই প্রতিবেদনে।

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় তারাপীঠের আরতি কখন? জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2024,
  • अपडेटेड 4:04 PM IST
  • কৌশিকী অমাবস্যা 'তারা মা'য়ের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
  • প্রতিবারের মতোই এবারেও তারাপীঠে কৌশিকী অমাবস্যা মহা ধুমধামে পালিত হচ্ছে।
  • ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫ নাগাদ সন্ধ্যা আরতি শুরু হবে।

Kaushiki Amavasya Puja Tarapith: কৌশিকী অমাবস্যা 'তারা মা'য়ের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবারের মতোই এবারেও তারাপীঠে কৌশিকী অমাবস্যা মহা ধুমধামে পালিত হচ্ছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে 'মায়ের আরতি' কখন হবে? সব তথ্য পাবেন এই প্রতিবেদনে।

তারাপীঠে কখন আরতি?

তারাপীঠের সাধক জানিয়েছেন, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫ নাগাদ সন্ধ্যা আরতি শুরু হবে। ৭.১০-এর মধ্যে আরতি শেষ হবে। এই সময়টি ভক্তকূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য

ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যার রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্ত্যের দ্বার খুলে যায়। সাধকদের জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। লোকমতে, এই রাতে কঠোর তপস্যা করলে কূলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে। সিদ্ধি লাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুব ফালদায়ী। 

এই তিথিকে তারা নিশিও বলা হয়ে থাকে।

লোকমতে, এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো করে দ্বারকা নদীতে ডুব দিয়ে স্নান করলে মোক্ষ লাভ হয়।

কৌশিকী অমাবস্যার কাহিনী

দেবী কৌশিকী হলেন আদি শক্তি মহামায়ার অন্যতম রূপ। দুই অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে তখন বিপর্যয় নেমে এসেছে। এমন সময়ে আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী।

স্কন্ধ পুরাণেও দেবী কৌশিকীর উল্লেখ রয়েছে।

দেবী মাহাত্ম্যম গ্রন্থে আদি শক্তি মহামায়ার এই কৌশিকী রূপের কথা উল্লেখ করা আছে। তিনি কালিকা রূপ নিয়ে শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন।

হিন্দু বাঙালিদের জীবন, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে কালী ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে। কালীর বিভিন্ন রূপ রয়েছে। তার মধ্যে দেবী কৌশিকী হলেন মা কালীর অন্যতম রূপ। আর সেই কারণেই এই বিশেষ দিনে বিভিন্ন কালী মন্দিরে বড় করে পুজোর আয়োজন করা হয়।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement