Advertisement

Lakshmi Ganesh Vastu Tips: ধনতেরাসে লক্ষ্মী-গণেশের কেমন মূর্তি কেনা উচিৎ? ভুল করলে অর্থহানি-দুর্ভাগ্য

ধনতেরাস ও দীপাবলিতে গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করেন অনেকে। তবে যেমন-তেমন মূর্তি কেনা ঠিক নয়। দেখেশুনে মূর্তি চয়ন করুন। তাই প্রতিমা কেনার আগে সচেতন থাকুন। ঠিকঠাক প্রতিমা কিনলে ভাল ফল পাবেন। 

গণেশ-লক্ষ্মীর কেমন মূর্তি কিনবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2022,
  • अपडेटेड 10:01 PM IST
  • ধনতেরাস ও দীপাবলিতে গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করেন।
  • বে যেমন-তেমন মূর্তি কেনা ঠিক নয়। দেখেশুনে মূর্তি চয়ন করুন।

দীপাবলি আলোর উৎসব। এই দিনে গণেশ এবং মা লক্ষ্মীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ধনতেসর দিয়ে শুরু হয় পাঁচ দিনের এই উৎসব। ধন-সম্পদের দেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ভগবান ধন্বন্তরিকে এই দিনে পুজো করা হয়। ধনতেরাস ও দীপাবলিতে গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করেন অনেকে। তবে যেমন-তেমন মূর্তি কেনা ঠিক নয়। দেখেশুনে মূর্তি চয়ন করুন। তাই প্রতিমা কেনার আগে সচেতন থাকুন। ঠিকঠাক প্রতিমা কিনলে ভাল ফল পাবেন। 

গণেশ মূর্তি কেনার সময় কী কী দেখবেন? ধনতেরাসের দিনে গণেশের মূর্তি কিনলে মাথায় রাখবেন গণপতির শুঁড় যেন বাঁ দিকে থাকে। তাঁর এক হাতে থাকে মোদক। পায়ের কাছে থাকবে ইঁদুর। ভাঙা মূর্তি কিনবেন না। অসম্পূর্ণ মূর্তি নেবেন না। কোথাও কোনও ত্রুটি থাকা মূর্তি পুজো করা হয় না।  

লক্ষ্মী মূর্তি কেনার আগে কী কী মাথায় রাখবেন? মা লক্ষ্মী মূর্তি কেনার সময় প্রথমে রঙের দিকে নজর দিতে হবে। গোলাপী রঙের দেবী লক্ষ্মীর মূর্তি বেশি শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি কেনাকাটা করার সময় মনে রাখবেন তিনি যেন পদ্ম বা হাতির উপর বসে থাকেন। এক হাতে আশীর্বাদ মুদ্রা এবং অন্য হাতে ভাণ্ডার রয়েছে। পাঁয়ের কাছে যেন পেঁচা থাকে। লক্ষ্মীর অসম্পূর্ণ মূর্তি কিনবেন না।  

অন্যান্য প্রয়োজনীয় জিনিস

গণেশ ও মা লক্ষ্মীর মূর্তি একসঙ্গে জোড়া কিনবেন না। কালো রঙের গণেশ-লক্ষ্মীর মূর্তি কেনা উচিৎ নয়। খেয়াল রাখতে হবে যেন কোথাও ভাঙা না থাকে। কখনও দাঁড়িয়ে থাকা লক্ষ্মী মূর্তি কিনবেন না।  কিনবেন না প্লাস্টিক বা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি। মাটি বা ধাতুর তৈরি গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি কেনা শুভ।

Advertisement

কোন দিকে রাখবেন

অনেকে গণেশের বাঁ দিকে লক্ষ্মীর মূর্তি রাখেন। এটা করবেন না। আর্থিক সংকট আসবে। আসলে স্ত্রী সর্বদা বাঁ দিকে থাকেন। কিন্তু গণেশ-লক্ষ্মী স্বামী-স্ত্রী নন। তাই গণেশের ডান দিকে রাখবেন লক্ষ্মীকে। 

আরও পড়ুন- রবিবার শনির দশায় দুর্ভোগ শুরু ৫ রাশির, অন্য় ৫ রাশির উন্নতি-অর্থলাভ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement