Baibhab Lakshmi Vrat Lakshmi Puja Rules: হিন্দুধর্মে প্রতিটি দিনই এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। আর তাঁদের পুজো করা হয়। যাতে পরিবারে সুখশান্তি বজায় থাকে, জীবনে আরও উন্নতি আসে। এবং আর্থিক সমৃদ্ধিতে ভরে থাকে জীবন।
শুক্রবারকে মানা হয় দেবী লক্ষ্মীর দিন
শুক্রবারকে দেবী লক্ষ্মীর দিন বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে লক্ষ্মী থাকেন, সেখানে কখনও ধন-সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা হয় না। শুক্রবারের উপবাসকে মা বৈভব লক্ষ্মীর উপবাসও বলা হয়।
এই দিনে মা বৈভব লক্ষ্মীর উপবাস ও পুজো করা হয়। শুক্রবার উপবাস, আরাধনা ও দেবী বৈভব লক্ষ্মীর কাহিনি শ্রবণ করলে মানুষের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। অনেকেই এমন করেন।
কারা এই উপবাস করতে পারেন?
নারী-পুরুষ যে কেউ এই উপবাস রাখতে পারেন। আপনি যদি চান যে দেবী লক্ষ্মী সব সময় আপনার বাড়িতে বাস করেন, তাহলে এই উপবাস রাখা খুবই উপকারী বলে মনে করা হয়।
আরও পড়ুন: দেড় কোটি অ্য়াকাউন্টে ঢুকেছে আইটি রিফান্ড, এভাবে চেক করুন নিজের স্টেটাস
আরও পড়ুন: হাতে এই ৩ রেখার ট্রায়াঙ্গল জানায় আপনি বড়লোক হবেন কিনা, দেখুন নিজের হাত
আরও পড়ুন: ৫ মিনিটেই হয়ে যান শেয়ারবাজার এক্সপার্ট, কীভাবে?
বৈভব লক্ষ্মী ব্রতের পালন করুন এভাবে
আপনি যদি শুক্রবারে বৈভব লক্ষ্মী উপবাস পালন করেন, তবে আপনার এটি ৯, ১১ এবং ২১ শুক্রবার রাখা উচিত। এই উপবাস শেষ শুক্রবার করতে হবে। উদযাপনের দিন বৈভব লক্ষ্মীর পুজোর পর ৭ থেকে ৯ জন মেয়েকে ক্ষীর ও পুরি খাওয়াতে হবে। এরপর সকল মেয়েকে বৈভব লক্ষ্মী উপবাসের বই ও কলা প্রসাদ দিয়ে বিদায় নিতে হবে। এরপর এই প্রসাদ নিজে গ্রহণ করুন।
ধন-সম্পদের সমস্য়ায় পড়ে হবে না
এটা বিশ্বাস করা হয় যে শুক্রবার লক্ষ্মী দেবীর উপবাস করা হয়। একে 'বৈভব লক্ষ্মী ব্রত'ও বলা হয়ে থাকে। এই দিনে দেবী বৈভব লক্ষ্মীর গল্প শুনলে মানুষের সব ইচ্ছা পূরণ হয়। এই দিনে উপবাস রাখা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এর কারণে ব্যক্তিকে কখনও ধন-সম্পদের সমস্যায় পড়তে হয় না।