Advertisement

Lucky Men Signs: ভাগ্যবান পুরুষদের শরীরের গঠন এমন হয়, থাকে এই চিহ্ন, মা লক্ষ্মীর বরপুত্র এঁরা

শরীরে থাকা কিছু চিহ্ন ভবিষ্যত এবং আর্থিক অবস্থার আভাস দিতে পারে। তিল ব্যক্তির জীবনে অর্থ সম্পর্কিত তথ্য দেয়। কোনও ব্যক্তি জীবনে ধনী হবেন কি না তাও জানা যায়। তেমনই পুরুষদের শরীরের গঠন ও চিহ্ন বলে দেয় তাঁরা কতটা ভাগ্যবান। 

সফল পুরুষের শরীরে লক্ষণ।  সফল পুরুষের শরীরে লক্ষণ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jun 2022,
  • अपडेटेड 6:03 PM IST
  • শরীরে থাকা কিছু চিহ্ন ভবিষ্যত এবং আর্থিক অবস্থার আভাস দিতে পারে।
  • তিল ব্যক্তির জীবনে অর্থ সম্পর্কিত তথ্য দেয়।

শাস্ত্র অনুসারে একজন পুরুষ বা মহিলার ভাগ্য এবং ব্যক্তিত্ব তাঁর শরীরের আকৃতি, আকার এবং চিহ্ন ইত্যাদির ভিত্তিতে জানা যায়। শরীরে থাকা কিছু চিহ্ন ভবিষ্যত এবং আর্থিক অবস্থার আভাস দিতে পারে। তিল ব্যক্তির জীবনে অর্থ সম্পর্কিত তথ্য দেয়। কোনও ব্যক্তি জীবনে ধনী হবেন কি না তাও জানা যায়। তেমনই পুরুষদের শরীরের গঠন ও চিহ্ন বলে দেয় তাঁরা কতটা ভাগ্যবান। 

কচ্ছপের মতো পিঠ- শাস্ত্র বলছে, যে পুরুষদের পিঠ কচ্ছপের মতো উঠে থাকে তাঁরা ভাগ্যবান হন। এই পুরুষরা জীবনে অনেক সম্মান এবং প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হন।

তালুর মাঝে তিল- হাতের তালুর মাঝখানে তিল থাকলে পুরুষদের ভাগ্যে সুখ ও সমৃদ্ধি থাকে। গাড়িও হয় তাঁদের। জীবনে প্রচুর সম্মান পান। এছাড়াও এই লোকদের অর্থের কোনও অভাব হয় না।

আরও পড়ুন

সুপুরুষ- শাস্ত্রে বলা হয়েছে পুরুষের প্রশস্ত ছাতি এবং টিকালো নাক তাঁরা খুব অল্প বয়সেই উন্নতি লাভ করেন। জীবনে অনেক দূরে পৌঁছতে পারেন।

বুড়ো আঙুল বড়- পুরুষের পায়ের তর্জনী অর্থাৎ বুড়ো আঙুল বড় হলে সুশ্রী ও সুস্বভাবের জীবনসঙ্গী পান পুরুষরা।

বুকে ঘন কেশ- বুকে ঘন কেশ থাকা পুরুষরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন। সুখ পান তাঁরা। এই ধরনের পুরুষরা নিজেকে নিয়ে সন্তুষ্ট হন।

পায়ে চিহ্ন- যে সব পুরুষের পায়ে পদ্ম, রথ ও তির প্রভৃতি চিহ্ন থাকে, তাঁরা রাজার মতো বাঁচেন। সুখে ভরপুর হয় তাঁদের জীবন। 

গভীর নাভি- নাভি গভীর ও গোলাকার হওয়াও সৌভাগ্যের লক্ষণ।  পুরুষদের নাভি এমন, তাঁদের জীবনে কখনও অর্থের সংকট হয় না। 

Read more!
Advertisement
Advertisement