মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি (Maha Shivratri) পালন করা হয়। হিন্দু ধর্মে মহা শিবরাত্রির মাহাত্ম্য অনেক। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন। এমনকি অনেক জায়গায় শিবরাত্রি উপলক্ষে নানা মেলাও হয়। মন্দিরে তো বটেই, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের।
'হড় হড় মহাদেব' উচ্চারণ করে তারকেশ্বর দেশের দেশের ভিন্ন প্রান্তে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। প্রায় এক মাস আগে থেকে চলে প্রস্তুতি। 'শিবরাত্রি' কথাটা দুটি শব্দ থেকে এসেছে। 'শিব' ও 'রাত্রি', যার অর্থ শিবের শিবের জন্যে রাত্রী। এক নজরে দেখে নিন, কবে, কতক্ষণ থাকছে চতুর্দশী। সেই সঙ্গে রইল কোন মন্ত্র ও ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বা স্টোরিতে দিতে পারেন এদিন।
মহা শিবরাত্রির ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা দিতে যেই মেসেজগুলি আপনি শেয়ার করতে পারেন
* ভগবান শিব আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুক। এই শিবরাত্রি প্রত্যেকের জীবনের সমস্ত কুফল মুছে আনন্দ বয়ে নিয়ে আসুক। শুভ মহাশিবরাত্রি।
* ওম নমোঃ শিবায়!মহাশিবরাত্রির শুভেচ্ছা।
* শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ শিব শক্তি, শিব ভক্তি, সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা!
* হড় হড় মহাদেব! মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে।
* ভগবান শিবের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার উপর পরিবর্তিত হোক আপনার ভাগ্য জীবনের সেই লক্ষ্য অর্জন করুন যা আজ অবধি কেউ পায়নি শুভ মহাশিবরাত্রি।
* ওম নমঃ শিবায়! মহাদেব রক্ষা করুক সকল বিপদ থেকে।
* শিবের ভক্তি সবার জীবনে আনে উজ্জ্বলতা, প্রত্যেকের মনে আনে শান্তি, হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে, সেই ভক্ত অবশ্যই পাবে তাঁর আশির্বাদ। জয় বাবা ভোলেনাথ!
* আজ শিব চতুর্দশীর মহাতিথিতে আপনার পরিবারের সকল জরা-ব্যাধি, বিপদ কেটে নেমে আসুক আনন্দ।
* ভোলে বাবার জয় হোক! মঙ্গল হোক সকলের।
আরও পড়ুন: মহাদেবের স্বপ্নাদেশেই ১০৮ টি শিব মন্দির তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র
শিবরাত্রির দিনক্ষণ
সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১১ মার্চ, বৃহস্পতিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ১১ মার্চ দুপুর ২.৪২ মিনিট থেকে ১২ মার্চ দুপুর ২.৪১ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির তিথি।
মহাশিবরাত্রি ২০২১- এর পুজোর সময়
নিশীত কালী পুজো: ১২ মার্চ রাত ১২.০৬ মিনিট থেকে ১২.৫৫ মিনিট পর্যন্ত অর্থাৎ ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।
* প্রথম প্রহরের পুজোর সময় : সন্ধ্যা ৬: ২৭ থেকে ৯: ২৯
* দ্বিতীয় প্রহরের পুজোর সময় : রাত ৯:২৯ থেকে ১২:৩১ (১২ মার্চ)
* তৃতীয় প্রহরের পুজোর সময়: রাত ১২:৩১ থেকে ভোর ৩:৩২ (১২ মার্চ)
* চতুর্থ প্রহরের পুজোর সময় : ভোর ৩:৩২ থেকে সকাল ৬:৩৪ (১২ মার্চ)
আরও পড়ুন: জানেন কিসে সন্তুষ্ট হন মহাদেব? শিবরাত্রির আগে দেখে নিন এক নজরে
মহাশিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। প্রচলিত কথা অনুয়ায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করেন, যাতে তাঁরা শিবের মতো বর পান, যাকে তাঁরা আদর্শ পুরুষ হিসাবে মনে করেন।