Advertisement

Maha Shivratri 2024: ২০২৪-এ মহাশিবরাত্রি কবে? শিবের পুজোর আগে জানুন দিনক্ষণ ও শুভ মুহূর্ত

Maha Shivratri 2024: নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর পুজো-পার্বণ, উৎসবও এবার শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এখন পৌষমাস অর্থাৎ খরমাস চলছে। যা শেষ হওয়ার পরই এই বছরের যাবতীয় উৎসব-পুজো শুরু হয়ে যাবে। যার মধ্যে অন্যতম হল মহাশিবরাত্রি। এই দিনটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ-নারী নির্বিশেষে এইদিন ব্রত-উপবাস করে থাকেন।

মহা শিবরাত্রি ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2024,
  • अपडेटेड 7:37 PM IST
  • নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর পুজো-পার্বণ, উৎসবও এবার শুরু হতে চলেছে খুব শীঘ্রই।

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর পুজো-পার্বণ, উৎসবও এবার শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এখন পৌষমাস অর্থাৎ খরমাস চলছে। যা শেষ হওয়ার পরই এই বছরের যাবতীয় উৎসব-পুজো শুরু হয়ে যাবে। যার মধ্যে অন্যতম হল মহাশিবরাত্রি। এই দিনটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ-নারী নির্বিশেষে এইদিন ব্রত-উপবাস করে থাকেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। শিবভক্তদের জন্য এই উৎসব খুবই মাহাত্মপূর্ণ। এই বছরও ভোলেনাথের ভক্তরা মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করে রয়েছেন। 

মহাশিবরাত্রি শিবপুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হ। এইদিন শিব ও শক্তির মিলন ঘটে। ২০২৪ সাল মানে চলতি বছরে কবে শিবরাত্রি আসুন জেনে নেওয়া যাক। ২০২৪ সালের ৮ মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। এইদিন সকাল থেকে রাত পর্যন্ত শিবপুজোর নিয়ম রয়েছে। এইদিন ভক্তিভরে সকলে শিবের পুজো করে থাকেন। 

কবে শিবরাত্রি?
মহাশিবরাত্রি শিবপুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হ। এইদিন শিব ও শক্তির মিলন ঘটে। ২০২৪ সাল মানে চলতি বছরে কবে শিবরাত্রি আসুন জেনে নেওয়া যাক। ২০২৪ সালের ৮ মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। এইদিন সকাল থেকে রাত পর্যন্ত শিবপুজোর নিয়ম রয়েছে। এইদিন ভক্তিভরে সকলে শিবের পুজো করে থাকেন। 

মহাশিবরাত্রির চার প্রহরের সময়
রাত্রি প্রথম প্রহরের পুজোর সময়-সন্ধ্যা ৬টা ২৫ মিনিট-রাত ৯টা ২৮ মিনিট
রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময়-রাত ৯টা ২৮ মিনিট-৯ মার্চ মাঝরাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত
রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময়-৯ মার্চ মাঝরাত ১২টা ৩১ মিনিট-ভোররাত ৩টে ৩৪ মিনিট পর্যন্ত
রাত্রি চতুর্থ প্রহরের পুজোর সময়-ভোররাত ৩টে ৩৪ মিনিট-ভোর ৬টা ৩৭ মিনিট পর্যন্ত 

মহাশিবরাত্রির তাৎপর্য
মহাশিবরাত্রি উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ। কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এইদিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্য একটি বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিনই ৬৪টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement