এবছর মহাশিবরাত্রির (MahaShivlinga) পবিত্র উৎসব পালিত হবে ১৮ ফেব্রুয়ারি, শনিবার। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি (Shivlinga) পালিত হয়। বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রির দিন ভগবান শিব (Lord Shiva) এবং দেবী পার্বতীর (Devi Parvati) বিয়ে হয়েছিল। এদিন শিব- পার্বতীর আরাধনা করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়। শিবের পুজোয় বেলপাতা (Bel Patra) অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হোন। আপনিও যদি শিবকে বেলপাতা নিবেদন করার কথা ভাবেন, তাহলে জানুন এটি নিবেদনের নিয়ম।
শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের নিয়ম
* সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে।
* কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়।
* শিবলিঙ্গে অর্পণের আগে ভাল করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন।
* পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনও বাসি হয় না।
* শিবলিঙ্গে ১, ১১ বা ২১ টি বেলপাতা নিবেদন করা শুভ।
আরও পড়ুন: ১২ বছর পর গুরু-সূর্যের মহামিলন! এই রাশির জাতকদের শুভ দিন শুরু হবে
গাছ থেকে বেলপাতা ছেঁড়ার নিয়ম
* বেল পাতা তোলার আগে ভগবান শিবকে স্মরণ করা উচিত এবং পাতা তোলার আগে বেল গাছকে নমস্কার করুন।
* চতুর্থী, অষ্টমী, নবমী তিথি, প্রদোষ ব্রত, শিবরাত্রি, অমাবস্যা এবং সোমবার বেলপাতা ছিঁড়বেন না।
* আপনি যদি ভগবান শিবকে বেলপত্র নিবেদন করতে চান, তবে এই তিথির একদিন আগে বেলপত্র ছিঁড়ে নিন গাছ থেকে।
* বেল গাছের গোটা ডাল ছিঁড়বেন না কখনও।
আরও পড়ুন: কুণ্ডলীতে কাল সর্প দোষে জীবন জেরবার? শিবরাত্রি এই প্রতিকারে মিলবে পরিত্রাণ
শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের উপকারিতা
* বেলপাতা নিবেদনের পর জল নিবেদনের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে জীবনের সব কষ্ট দূর হবে।
* শিব পুজোর সময় মহিলারা যদি বেলপাতা নিবেদন করেন, তাহলে তারা সৌভাগ্য লাভ করেন।
* বেলপাতায় চন্দন দিয়ে রাম বা ওম নমঃ শিবায় লিখে নিবেদন করতে হবে। এর ফলে সকল ইচ্ছা পূরণ হয়।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)