Advertisement

Shivratri 2024: শিবের পুজোয় কীভাবে প্রদীপ জ্বালাবেন? শিবরাত্রিতে পুজোর নিয়ম জানুন

শিবের পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। মহাদেবের পুজোয় প্রদীপ জ্বালানোরও বিশেষ কিছু রীতি রয়েছে। তা হলে জেনে নিন, শিবরাত্রিতে শিবের পুজোয় কীভাবে প্রদীপ জ্বালাবেন...

শিবরাত্রিতে পুজোর নিয়ম জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2024,
  • अपडेटेड 9:58 AM IST
  • আজ মহাশিবরাত্রি।
  • শিবের পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে।
  • মহাদেবের পুজোয় প্রদীপ জ্বালানোরও বিশেষ কিছু রীতি রয়েছে।

শিবরাত্রির পুজোর প্রস্তুতি তুঙ্গে। আজ মহাশিবরাত্রি। হিন্দু ধর্মে অন্যতম পবিত্র দিন আজ। বিশ্বাস করা হয়, এই দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। কথিত রয়েছে, এই পুণ্যতিথিতেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই এই দিনটি অত্যন্ত শুভ। শুক্রবার দেশের সর্বত্র শিবরাত্রি ধুমধাম করে পালন করা হবে। অনেকেই শিবের ব্রত রেখেছেন। উপোস করে শিবের মাথায় জল ঢেলে ব্রত ভাঙবেন ভক্তরা। ঘরেও মহেশ্বরের পুজো করা যাবে। 

শিবের পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। মহাদেবের পুজোয় প্রদীপ জ্বালানোরও বিশেষ কিছু রীতি রয়েছে। তা হলে জেনে নিন, শিবরাত্রিতে শিবের পুজোয় কীভাবে প্রদীপ জ্বালাবেন...

* জ্যোতিষ মতে, শিবের পুজোয় সর্ষের তেল, ঘি অথবা কর্পুর দিয়ে প্রদীপ জ্বালান। 

* মহাদেবের পুজোয় আরতির সময় কখনওই শঙ্খ ব্যবহার করবেন না। 

* শুদ্ধ বস্ত্র পরে ভক্তি ভরে শিবের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। 


শিবের মাথায় কীভাবে জল ঢালবেন?
 
জ্যোতিষ মতে, শিবলিঙ্গে জল ঢালার সময় কখনওই পূর্ব দিকে মুখ করে বসবেন না। শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। স্টিলের পাত্রে জল নিয়ে শিবের মাথায় ঢালবেন না। তামার পাত্র বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন। ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ। এই সময় আপনার বাঁ হাত ডান হাতকে স্পর্শ করবে। জল ঢালার সময় ওম নম: শিবায় মন্ত্র উচ্চারণ করুন।


শিবরাত্রিতে কী খাবার খাবেন?

 * জ্যোতিষ মতে, শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ফল খেতে পারেন।

 * শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়।

Advertisement

 * শিবরাত্রিতে চা, দুধ, দই খেতে পারেন।

 * এছাড়া লুচি বা নোনতা খাবার খেতে পারেন শিবরাত্রিতে। 

* যাঁরা শিবরাত্রিতে উপবাস করবেন, তাঁরা ভুলেও এই দিন চাল, ডাল, গমের তৈরি কোনও খাবার খাবেন না। *এদিন রসুন, পেঁয়াজ, মাংস খাওয়া ঠিক নয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement