Advertisement

Morning Astro Tips: ঘুম থেকে উঠেই এই ৫ কাজ করলে সারাদিন ভাল যায়, মেলে লক্ষ্মীর কৃপা

সকলেই চান দিনের শুরুতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন তাঁদের উপর থাকে। তাঁরা যাতে জীবনের প্রতিটি দিন সুখে পেতে পারেন। বাধাবিঘ্ন যেন তাঁদের পথে না আসে। জ্যোতিষশাস্ত্রে,ভোরবেলা মনে ইতিবাচক শক্তি তৈরি করতে এবং দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কয়েকটি উপায় বলা হয়েছে।

সকালে উঠে করুন এই ৫ কাজ। পাবেন লক্ষ্মীর কৃপা। সকালে উঠে করুন এই ৫ কাজ। পাবেন লক্ষ্মীর কৃপা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Dec 2022,
  • अपडेटेड 10:09 PM IST
  • সকালে উঠে করুন ৫ কাজ।
  • সারাদিন পাবেন লক্ষ্মীর আশিস।

সকালে তাড়াতাড়ি ওঠার পরামর্শ দেন অনেকে। এককালে  এ দেশে প্রায় সকলেই ভোরে উঠে পড়তেন। এখন অনেকেই পারেন না। আসলে ভোরে উঠলে কাজ করার জন্য অনেকটা সময় পাওয়া যায়। যতক্ষণ অন্যদের দিন শুরু হয় ততক্ষণ ভোরে ওঠা ব্যক্তি অনেক কাজ সেরে ফেলতে পারেন। সাধারণত বিশ্বাস করা হয়, দিনের শুরুটা শুভ হলে সারাদিন ভাল কাটে। সকাল থেকে যদি মনের মধ্যে ইতিবাচক চিন্তা আসে, তাহলে সারাদিন মন খুশি থাকে। দিনটা টেনশন ছাড়াই কাটে। এ কারণে প্রতিদিন সকালে এমন কিছু কাজ করতে হবে যাতে দিনটি ভালোভাবে কাটে। দিনের শুরুতেই আর্থিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ইতিবাচক কাজ করলে। 

সকলেই চান দিনের শুরুতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন তাঁদের উপর থাকে। তাঁরা যাতে জীবনের প্রতিটি দিন সুখে পেতে পারেন। বাধাবিঘ্ন যেন তাঁদের পথে না আসে। জ্যোতিষশাস্ত্রে,ভোরবেলা মনে ইতিবাচক শক্তি তৈরি করতে এবং দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কয়েকটি উপায় বলা হয়েছে। এই উপায়গুলি গ্রহণ করলে সারাদিন দারুণ কাটে। রইল সেগুলি- 

সকালে ঘুম থেকে উঠে দুই হাতের তালুর দিকে তাকান- আপনি যদি দিনের শুরুটা ভাল করতে চান, তাহলে সবার আগে সকালে ঘুম থেকে উঠে দুই হাতের তালু মিলিয়ে দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে,যে কোনও ব্যক্তির হাতের তালুতে থাকেন দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং ব্রহ্মা। উভয় হাতের তালু একসঙ্গে ঘষে এই মন্ত্রটি জপ করুন -করাগ্রে বসচে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিতো ব্রহ্ম, প্রভাতে করদর্শনম।

আরও পড়ুন

পৃথিবী মাকে প্রণাম- আপনার উভয় হাতের তালু দর্শনের পরে বিছানা থেকে নামার আগে ভূমিকে স্পর্শ করে প্রণাম করুম। এই প্রতিকারে দিনভর ইতিবাচকতা থাকে। দিন ভালো যায়।

সকালে সূর্যদেবকে জল নিবেদন করুন- শাস্ত্রে বলা হয়েছে, প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে এবং প্রতিদিনের আচার অনুষ্ঠানের পরে স্নান করে একটি তামার পাত্রে সূর্য দেবকে জল উৎসর্গ করা উচিত। সূর্যদেবকে জল দেওয়ার সময় রাখতে পারেন ধান ও ফুল। সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে গোটা দিন দারুণ কাটে। ইতিবাচক থাকা যায়।  

Advertisement

তুলসী পুজো- সূর্যদেবকে জল নিবেদনের পর বাড়ির আঙিনায় তুলসী গাছে জল অর্পণ করুন। 'ওম নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে এটি করলে আপনি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন।

নুন জলে মোছা- সকালে ঘরে নুন ও জল দিয়ে মুছে নিন ঘর। বাস্তু অনুসারে সময়ে সময়ে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে থাকে। প্রতিদিন সকালে জলে নুন দিয়ে ঘর মুছে দিলে রাতে ঘরে থাকা নেতিবাচক শক্তি ধ্বংস হয়। সারাদিন সুখে শান্তিতে কাটে।

Read more!
Advertisement
Advertisement