Advertisement

দেবী দুর্গার নবমী পুজোর নির্ঘণ্ট! দেখে নিন এক নজরে

সব মিলিয়ে এই বছরের দুর্গা পুজোয় বেজায় মন খারাপ বাঙালির। তবে নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো। দেখে নেওয়া যাক, এই বছরের নবমী পুজোর নির্ঘণ্ট।

দেবী দুর্গা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2020,
  • अपडेटेड 9:03 AM IST
  • অতিমারী পরিস্থিতিতেই উমা বাড়ি এসেছে।
  • নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো।
  • আর একটা দিন বাড়ীতে থাকবে উমা।

অতিমারী পরিস্থিতিতেই উমা বাড়ি এসেছে। একদিকে করোনাসুর, অন্যদিকে তার দোসর ছিল নিম্নচাপ। যদিও সপ্তমীর পর সেই নিম্নচাপ কেটে গেছে। তবুও অষ্টমীতেও এইরূপ ফাঁকা কলকাতার চিত্র একদমই অচেনা‌। সব মিলিয়ে এই বছরের দুর্গা পুজোয় বেজায় মন খারাপ বাঙালির। তবে নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো। দেখে নেওয়া যাক, এই বছরের নবমী পুজোর নির্ঘণ্ট।

আর একটা দিন বাড়ীতে থাকবে উমা। দশমীতেই ছেলেমেয়েদের নিয়ে কৈলাসে রওনা দেবেন সে। এই বছর বাংলা ক্যালেন্ডারে দিনটা পড়েছে ৮ কার্তিক ১৪২৭ অথবা ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী ২৫ অক্টোবর ২০২০। মহানবমীতে সূর্যোদয় সকাল ৫.৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫.০১ মিনিটে। 

নবমী তিথি শুরু: বাংলা তারিখ– ৭ কার্তিক, ১৪২৭, শনিবার।
ইংরেজি তারিখ– ২৪/১০/২০২০ । 
সময় – সকাল ১১টা ২২ মিনিট ৩০ সেকেন্ড থেকে।

 

নবমী তিথি শেষ: বাংলা তারিখ–৮ কার্তিক, ১৪২৭, রবিবার। 
ইংরেজি তারিখ– ২৫/১০/২০২০ । 

সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৪ সেকেন্ড পর্যন্ত।

তবে সকাল ৯.২৯ মিনিটের মধ্যে  পুজো সেরে ফেললে সব থেকে ভালো।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement