বাড়ির বড়দের কাছ থেকে নিশ্চয় কখনও না কখনও শুনেছেন যে সপ্তাহের এমন কোনও দিন থাকে যেদিন নখ কাটা উচিত নয়। একইসঙ্গ চুলের ক্ষেত্রেও রয়েছে এমন কিছু নিয়মাবলী। জ্যোতিষীদের মতে, সপ্তাহের এক একটি দিন, এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্যোতিষ মতে, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নখ, চুল ও দাড়ি কাটলে গ্রহের দোষ তৈরি হয়। এই কারণেই ৩ দিন নখ, চুল ও দাড়ি কাটতে নিষেধ করা হয়। চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। একইসঙ্গে জেনে নেওয়া যাক, কোন কোন দিন চুল, দাড়ি, নখ কাটবেন না।
মঙ্গলবার নখ কাটবেন না
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গলবারকে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। কথিত আছে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে রক্তের সঙ্গে। সেই কারণে মঙ্গলবার নখ কাটলে রক্ত সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই এই দিনে নখ, চুল ও দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে। নয়তো তৈরি হতে পারে ঘোরতর সমস্যা।
অর্থের ক্ষতি সহ্য করতে হয়
বৃহস্পতিবারকে বলা হয় দেব গুরু বৃহস্পতির পুজোর দিন। তিনি বুদ্ধি, জ্ঞান, শিক্ষা এবং শুভ কর্মের কারক। এই বৃহস্পতিবারও ভুল করেও নখ কাটা উচিত নয়। এর পাশাপাশি চুল কাটা ও শেভ করাও বৃহস্পতিবার এড়িয়ে চলতে হবে। নয়তো দারুণ লোকসানের মুখে পড়তে হতে পারে। তাই বৃহস্পতিবার এই কাজগুলি এড়িয়ে যান।
সংকট শুরু হয়
শনিবার শনিদেবের পুজা করা হয়। শনিদেব হবেন ন্যায়ের দেবতা, অর্থাৎ তিনি মানুষকে তাঁর কর্মফল দান করেন। জ্যোতিষশাস্ত্রে মানুষের হাড়, পেশী এবং কফের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। কথিত আছে যাঁরা শনিবার নখ, চুল এবং দাড়ি কাটেন, তাঁদের শনি দোষের সম্মুখীন হতে হয়। এটি তাঁর জীবনে সংকটের সময় শুরু করে। তাই এই ধরণের সমস্ত সমস্যা এড়িয়ে চলতে শনিবার চুল, নখ দাড়ি কাটা এড়িয়ে চলুন।
আরও পড়ুন - কার্বাইডে পাকা আম কীভাবে চিনবেন? রইল ৪ সহজ উপায়