মানব জীবনের ভবিষ্যদ্বাণী করতে অনেকখানিই সফল হয় সংখ্যা বা অঙ্ক জ্যোতিষ (Numerology)। জন্মদিন ও মাসের সঙ্গে ব্যক্তির ব্যক্তিত্ব থেকে তাঁর আর্থিক অবস্থা জড়িয়ে থাকে। ২০২২ সালের মার্চ মাস সংখ্যায় জ্যোতিষ অনুযায়ী তাৎপর্যপূর্ণ।
সংখ্যা জ্যোতিষ বলছে, ২০২২ সালে মার্চে জন্ম নেওয়া সব শিশুই ভাগ্যশালী হতে চলেছে। এই মাসের সব জাতক-জাতিকার মুলাঙ্ক ও ভাগ্যাঙ্ক সমান। উদাহরণ ১ মার্চ জন্মানো শিশুর মুলাঙ্ক ১। সব সংখ্যা জুড়লেও হয় ১। এভাবেই ২০২২ সালের ২ মার্চ ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মুলাঙ্ক ২। ভাগ্যাঙ্কও ২। এমন অদ্ভূত যোগ মার্চে তৈরি হওয়ায় সব শিশুর ভাগ্যই সুখ-সমৃদ্ধিতে ভরা হতে চলেছে বলে মত জ্যোতিষীদের।
জন্মাঙ্ক ও ভাগ্যাঙ্ক এক হলে ব্যক্তির জীবনে বিশেষ গুরুত্ব থাকে। সুযোগের ফায়দা তুলতে পারেন ওই ব্যক্তি। তাঁদের ব্যক্তিত্বেও সংখ্যার প্রভাব দেখা যায়। লক্ষ্যপূরণও করতে পারেন তাঁরা।
আরও পড়ুন- শিবের মাথায় চন্দ্র-পরনে বাঘছাল, রইল মহাদেবের অঙ্গসজ্জার ৫ রহস্য
মুলাঙ্ক আর ভাগ্যাঙ্কের সংযোগ ২০২২ সালের মার্চের সব দিনেই তৈরি হয়েছে। কারণ মার্চ বছরের তৃতীয় মাস। তাই সংখ্যা জ্যোতিষে মার্চ ৩। এটা ২০২২ সাল। অর্থাৎ তিনটি ২-র যোগফল ৬। ৬ সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে হয় ৯। আর এই ৯ যে কোনও সংখ্যার সঙ্গে যোগ করলে সেই সংখ্যাটাই হয়। উদাহরণ- ৯+২= ১১। আর ১১ যোগ করলে ২। আবার ৯-র সঙ্গে ৩ যোগ করলে ১২। আর ১ ও ২-র যোগফল ৩।
৩ সংখ্যা বৃহস্পতির। আর ২০২২ -এ রয়েছে তিনটি ২ সংখ্যা। এতে বৃহস্পতি ও চন্দ্রের শুভ প্রভাব এই মাসের জাতক-জাতিকাদের উপর পড়তে চলেছে। সংখ্যায় বৃহস্পতি ও চন্দ্রের গজকেশরী যোগ তৈরি হওয়ায় সারাজীবন সুখ-সমৃদ্ধি থাকবে। ফলে মার্চকে জোড়া ভাগ্যের মাস বলা যেতে পারে।
আরও পড়ুন- হোলাষ্টকে মাঙ্গলিক কাজ নয়, হোলিকা দহনের শুভ মুহূর্ত-পুজো বিধি