Advertisement

Holi Palash Flower: জীবন হবে সুখের, দোলে পলাশ ফুল দিয়ে এই কাজ করলেই ভাগ্য খুলবে, জানুন নিয়ম

আগুনে রঙা পলাশ ফুল জানান দেয় যে, বসন্ত কাল আগত। বসন্তে এই ফুল প্রকৃতির শোভা কয়েক গুণ বাড়িয়ে দেয়। পলাশ ফুল অনেকেরই পছন্দের। খোঁপায় পলাশ ফুল গুঁজে নিজেদের সাজান অনেক নারীই। তবে এই পলাশ ফুল ভাগ্য ফেরাতে পারে। ধর্ম মতে, এই ফুল সঠিক ভাবে ব্যবহার করলে এবং কিছু রীতি মেনে চললে কপাল খুলতে পারে, জেনে নিন...

পলাশ ফুলের ব্যবহারে কপাল খুলবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2024,
  • अपडेटेड 2:57 PM IST
  • পলাশ ফুল জানান দেয় যে, বসন্ত কাল আগত।
  • বসন্তে এই ফুল প্রকৃতির শোভা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
  • পলাশ ফুল ভাগ্য ফেরাতে পারে।

দোলপূর্ণিমা এবং হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঋতুরাজ বসন্তের আমেজে রঙের উৎসবে গা ভাসাতে তৈরি সকলে। সোমবার হোলি। আবার, এদিনই দোলযাত্রা। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দোলপূর্ণিমার শুভ তিথিতে রাধাকৃষ্ণের পুজো করা হয়। আবার অনেকে নিয়ম মেনে এদিন মা লক্ষ্মীর পুজো করেন। আর হোলি মানেই তো রং খেলার পালা থাকে। নানা রঙের আবিরে রঙিন হয় চারদিক। রঙের উৎসবের সঙ্গে পলাশ ফুলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 

আগুনে রঙা পলাশ ফুল জানান দেয় যে, বসন্ত কাল আগত। বসন্তে এই ফুল প্রকৃতির শোভা কয়েক গুণ বাড়িয়ে দেয়। পলাশ ফুল অনেকেরই পছন্দের। খোঁপায় পলাশ ফুল গুঁজে নিজেদের সাজান অনেক নারীই। তবে এই পলাশ ফুল ভাগ্য ফেরাতে পারে। ধর্ম মতে, এই ফুল সঠিক ভাবে ব্যবহার করলে এবং কিছু রীতি মেনে চললে কপাল খুলতে পারে, জেনে নিন...

* সাধারণত দু'ধরনের পলাশ ফুল দেখা যায়। সাদা এবং লাল পলাশ ফুল। মনে করা হয়, সাদা ফুল হল শিব শঙ্করের প্রতীক। আর লাল ফুল হল মা লক্ষ্মীর জন্য। তাই এই ফুল লক্ষ্মীকে অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। এতে অর্থকষ্ট দূর হয়। 

* দোলের দিন স্নানের জলে পলাশ ফুল মেশান। তারপরে এই জল দিয়ে স্নান করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসবে। 

* পলাশ ফুলের অনেক গুণও রয়েছে। পলাশ ফুল বেটে খেলে পেট ব্যথার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। 

* ত্বকের সমস্যা দূর করতেও পলাশ ফুল উপকারী। 

দোলের দিন বাড়ির গোপালকে আবির মাখালেও শুভ ফল পাওয়া যায়। দোলে কোন রঙের আবির মাখাবেন বাড়ির গোপালকে? 

Advertisement

* ধর্মীয় মতে, হোলির দিন ঘরের গোপালের গায়ে হলুদ রং লাগালে শুভ ফল পাওয়া যায়।

 * বিশ্বাস করা হয়, দোলে গোপালকে হলুদ রঙের আবির মাখালে আশীর্বাদ লাভ হয়।

 * এছাড়া লাল, সবুজ এবং গোলাপি রঙের আবিরও লাগাতে পারেন। এতেও শুভ প্রভাব পড়ে জীবনে। এই রঙের আবির গোপালকে মাখালে সংসার সুখের হয়। 

অন্য দিকে, দেশের নানা প্রান্তে হোলিকা দহন পালন করা হয়। বাংলায় যা ন্যাড়া পোড়ানো নামেই পরিচত। মনে করা হয়, এই রীতি পালন করলে অশুভ শক্তির বিনাশ ঘটে। শুভ শক্তির উদয় হয়। পূরাণ মতে, রং দিয়ে হোলি খেলার প্রথা শুরু করেন শ্রীকৃষ্ণ এবং রাধা। সেই থেকেই হোলি উৎসব পালন করা হয়। তাই হিন্দু ধর্মে হোলি বা দোলযাত্রাকে পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই সময় অত্যন্ত শুভ। তাই এই শুভক্ষণে ভক্তিভরে রাধাকৃষ্ণের পুজো করলে ফল পাওয়া যায়।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement