
২৫ জুলাই থাকে শ্রাবণ মাসের সূচনা হয়েছে। এই মাস ভগবান শিবের খুব প্রিয় মাস। এই সময় তাঁর পূজার্চনা করলে মহাদেবের কৃপা লাভ হয়। আগামী ২২ অগাস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। শ্রাবণের শুরুতেই পঞ্চক কালের সূচনা হয়েছে। সনাতন ধর্মে পঞ্চক কালকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হয়।
২৫ জুলাই রাত ১০টা ৪৮ মিনিটে শুরু হয়েছে পঞ্চক কাল। চলবে ৩০ জুলাই দুপুর ২টো বেজে ৩ মিনিট পর্যন্ত। এই সময়ে কোনও শুভ কাজের জন্য ভালো নয়। চন্দ্রমা এখন ঘনিষ্ঠা, উত্তরাভাদ্রপদ, পূর্বাভাদ্রপদ, রেবতী এবং শতভিষা, এই পাঁচ নক্ষত্রে ভ্রমণ করে। তাই এর নাম পঞ্চক কাল।
পঞ্চক কালে ভুলেও এই কাজগুলি করবেন না