Advertisement

Palmistry: ধনী করবে হাতের আঙুল, অনামিকা দেখেই বুঝবেন, জানুন

কড়ে আঙুলের পাশে যে আঙুলে সাধারণত বিয়ের আংটি পরেন সকলে, সেটাই হল অনামিকা বা রিং ফিঙ্গার। অনামিকার গঠন এবং অনামিকায় রেখা দেখে কোনও ব্যক্তির ভাগ্যগণনা করা যেতে পারে। কী ভাবে? জেনে নিন...

হাতের আঙুল দেখে জানতে পারবেন ভাগ্যবান হবেন কিনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2024,
  • अपडेटेड 2:46 PM IST
  • হাতের আঙুল দেখেই যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়।
  • মানুষটি কেমন, তা তাঁর হাতের আঙুলের গঠন দেখেই বোঝা যেতে পারে।
  • আমাদের জীবনের নানা রহস্য লুকিয়ে রয়েছে এই আঙুলে।

সমুদ্রশাস্ত্র মতে, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখে একজন মানুষ সম্পর্কে নানা তথ্য জানা যায়। কার কপালে কী রয়েছে, তার আন্দাজ পাওয়া যায় হাতের আঙুল দেখে। হাতের আঙুলের গঠন দেখে যে কারও ভাগ্যগণনা করা যেতে পারে। 

হাতের আঙুল দেখেই যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়। মানুষটি কেমন, তা তাঁর হাতের আঙুলের গঠন দেখেই বোঝা যেতে পারে। আমাদের হাতে অন্যতম আঙুল হল অনামিকা। আমাদের জীবনের নানা রহস্য লুকিয়ে রয়েছে এই আঙুলে। কেউ ধনী হবেন কিনা, তা তাঁর হাতের অনামিকা আঙুল দেখেই টের পাওয়া যায়। তবে প্রত্যেকের অনামিকার গঠন এক হয় না। অনামিকা কেমন হলে ভাগ্য খুলবে, তা নিয়েই এখানে তুলে ধরা হল।


কড়ে আঙুলের পাশে যে আঙুলে সাধারণত বিয়ের আংটি পরেন সকলে, সেটাই হল অনামিকা বা রিং ফিঙ্গার। অনামিকার গঠন এবং অনামিকায় রেখা দেখে কোনও ব্যক্তির ভাগ্যগণনা করা যেতে পারে। কী ভাবে? জেনে নিন...


* কারও হাতে অনামিকা আঙুল থেকে যদি একটি রেখা সোজা বেরিয়ে বুড়ো আঙুল পর্যন্ত যায়, তা হলে সেই ব্যক্তি ধনী হতে পারেন। অনামিকা আঙুলে এই ধরনের রেখা থাকলে ব্যবসায়ীরা সফল হন। 

* কারও হাতে তর্জনীর থেকে অনামিকা লম্বা হলে সেই ব্যক্তি কারও উপর নির্ভর করেন না। এই ধরনের জাতকদের আত্মমর্যাদা প্রবল থাকে। 

* কারও হাতে তর্জনী এবং অনামিকা লম্বায় সমান হলে তাঁরা স্বাধীন ভাবে জীবন কাটান। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করেন না। 

* তর্জনীর থেকে অনামিকা ছোট হলে তা শুভ নয়। টাকা রোজগারের জন্য এই ধরনের জাতকরা অসৎ উপায় অবলম্বন করতে পিছপা হন না। 

Advertisement


এ বার জেনে নিন, হাতে কোন ধরনের রেখা কীসের ইঙ্গিত দেয়...

 * কারও হাতে যদি দুর্বল এবং সুক্ষ্ম রেখা থাকে, তা হলে তা অশুভ। * রেখার পথে বর্গের চিহ্ন থাকলে, তা শুভ বলে মনে করা হয়। 

* রেখায় যদি দ্বীপ চিহ্ন তৈরি হয়, তা হলে তা অশুভ। 

* রেখার উপর বিন্দু বা তিল থাকাও ভাল নয়। 

* কোনও স্পষ্ট রেখা এগোতে এগোতে হঠাৎ যদি এক জায়গায় এসে থেমে যায়, তা হলে তা দুর্ঘটনার ইঙ্গিত দেয়।

 * হাতে যে সব রেখা সুন্দর এবং লাল আভাযুক্ত হয়, তা কোনও ব্যক্তির সৌন্দর্যকে ইঙ্গিত দেয়। 

*কোনও রেখায় যদি ত্রিভূজাকৃতি চিহ্ন থাকে, তা হলে লাভবান হতে পারেন। 

* কোনও ব্যক্তির হাতে রুক্ষ রেখা থাকলে, সেই ব্যক্তি সাহসী হয়। তবে তাঁরা আর্থিক ভাবে সচ্ছ্বল হন না। 

* কারও হাতের রেখা নীল বা কালো হলে, তাঁরা দু:খী হন।

 * রেখায় ত্রিশূলের চিহ্ন, মন্দিরের আকৃতি এবং মাছের চিহ্ন থাকলে, তা শুভ বলে মনে করা হয়। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement