বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী সরস্বতীর পুজো (Saraswati Puja), প্রায় এসেই গেছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পুজিত হন দেবী সরস্বতী (Goddess Saraswati)। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা আচার ও নিয়ম। সরস্বতী পুজো মানেই হলুদ রঙা (Yellow Colour) শাড়ি ও পাঞ্জাবি। একেবারে ক্ষুদে থেকে বড়রাও এদিন গা ভাসান ঐতিহ্যে। তবে জানেন, কেন হলুদ রঙকেই বেছে নেওয়া হয় এদিন?
নিজেদের পছন্দের হলুদ ট্র্যাডিশানাল পোশাকগুলি বছরের এই দিনটার জন্যে তুলে রাখেন সকলে। অঞ্জলি দেওয়া, ঘুরতে যাওয়া, স্কুল -কলেজে- কর্মক্ষেত্রে যাওয়া তো আছেই। তার পাশাপাশি সরস্বতীর পুজোয় বিশেষ মানুষটিকেও হলুদ বা বাসন্তী রঙেই দেখতে চান বেশির ভাগ বাঙালি। এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ বা চল।
বসন্ত পঞ্চমী (Vasant Panchami 2022)
সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলে। সাধারণত বসন্তকালেই হয় বাগদেবীর পুজো। বাসন্তী বা হলুদকে বসন্তের রঙ হিসেবে ধরা হয়। তাই এই বিশেষ দিনে এই রঙের পোশাক পরার রীতি যুগ যুগ ধরে চলে আসছে।
হলুদ রঙের মাহাত্ম্য (Yellow Colour's Significance)
হলুদ রঙকে সুখ, আশা, জ্ঞান, সৃজনশীলতা ও রোদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। বসন্ত ও বন্ধুত্বের রঙ হিসেবেও ধরা হয় হলুদকে। তাই বসন্তের সঙ্গে নতুন কিছুকে আহ্বান করতে এদিনে এই রঙের চল রয়েছে।
দেবী সরস্বতীর প্রিয় রঙ (Goddess Saraswati's Favourite Colour)
শাস্ত্র মতে শোনা যায়, দেবী সরস্বতীর বাসন্তী রঙ খুব পছন্দের। তাই বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় এই পুজোয়।
সরস্বতী পুজোয় কাঁচা হলুদ দিয়ে স্নান (Turmeric Rituals in Saraswati Puja)
অনেক বাড়িতে চল আছে, সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ দিয়ে স্নান করার। উপরের দেওয়া সমস্ত কারণ ছাড়াও এর পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক যুক্তি। এই সময়ে ঋতু পরিবর্তনের জন্যে নানা রোগ দেখা দেয়। কাঁচা হলুদ রোগ প্রতিরোধে সহায়ক। তাই মূলত এই প্রথা চলে আসছে।
সরস্বতী পুজো ২০২২-এর দিনক্ষণ (Saraswati Puja 2022 Date & Time)
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি এবং বাংলায় ২২ মাঘ সরস্বতী পুজো পড়েছে। ৫ ফেব্রুয়ারি রাত ৩:৪৭ মিনিট থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৩: ৪৬ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।