Saraswati Puja 2024 Date-Timing: বীণাপানি সরস্বতীর আরাধনা করে মূলতঃ শিক্ষার্থীরা। সরস্বতী বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের দেবী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়িতে সরস্বতীর আরাধনা করা হয়। সরস্বতী পুজোর দিনটি কোথাও বসন্ত পঞ্চমী, কোথাও আবার জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাসের নামেও পরিচিত। নতুন বছরে ঘটা করে প্রথম পুজো শুরু হয় সরস্বতী পুজো দিয়ে। ২০২৪-এ সরস্বতী পুজো কবে পড়ছে? কোন তিথিতে? কখন হবে দেবীর আরাধনা? জানুন।
সরস্বতী পুজো ২০২৪
এবছর ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার পড়ছে সরস্বতী পুজো।
সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি
মাঘ শুক্ল পঞ্চমি তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২টো ৪১ মিনিটে শুরু হবে।
পঞ্চমী তিথি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, দুপুর ১২টা ৯ মিনিটে।
সরস্বতী পুজোর শুভ সময়
সরস্বতী পুজোর শুভ সময় সকাল সকাল ৭টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত, ৫ ঘণ্টা ৩৫ মিনিট সময় পাওয়া যাবে।
সরস্বতী পুজোর দিন ছোট বাচ্চাদের হাতেখড়ি হয়। এই শুভ সময়ের মধ্যে হাতেখড়ির ও পুষ্পাঞ্জলির জন্য শুভ সময়।
বিশ্বাস অনুযায়ী, সরস্বতী পুজো করলে দেবীর কৃপায় শিক্ষার্থীর পড়াশুনা, কর্মজীবনে উন্নতি লাভ হয়। অধ্যয়ন বা পরীক্ষার জন্য প্রস্তুত যুবকদের বিশেষ করে এই দিনে দেবী সরস্বতীর পুজো করা উচিত। তাদের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যায়।