Advertisement

Sawan First Monday 2022 : শ্রাবণের প্রথম সোমবার কীভাবে করবেন ভোলেনাথের পুজো? জানুন শুভ সময় ও বিধি

শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে স্নান করে শিব মন্দিরে যান। বাড়ি থেকেই ঘটিতে করে নিয়ে যান জল। শিবলিঙ্গে জল নিবেদন অপর্ণ করুন এবং ১০৮-বার শিবের মন্ত্র জপ করুন। দিনে শুধু ফল খান। সন্ধ্যায়, ফের ঈশ্বরের মন্ত্র জপ করুন এবং তাঁর আরতি করুন। পরের দিন অন্ন ও বস্ত্র দান করুন।

শ্রাবণের প্রথম সোমবারের পুজোর বিধি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jul 2022,
  • अपडेटेड 9:26 PM IST
  • শ্রাবণের প্রথম সোমবার
  • জেনে নিন কখন করবেন পুজো
  • রইল পুজোর নিয়ম

শ্রাবণ মাস ধ্যান ও তপস্যার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পুজো করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার বিয়ে এবং সন্তানের সমস্যার সমাধানের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এবছর ১৮ জুলাই শ্রাবণের প্রথম সোমবার পড়ছে।

শ্রাবণ মাসের সোমবারের পুজো পদ্ধতি
শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে স্নান করে শিব মন্দিরে যান। বাড়ি থেকেই ঘটিতে করে নিয়ে যান জল। শিবলিঙ্গে জল নিবেদন অপর্ণ করুন এবং ১০৮-বার শিবের মন্ত্র জপ করুন। দিনে শুধু ফল খান। সন্ধ্যায়, ফের ঈশ্বরের মন্ত্র জপ করুন এবং তাঁর আরতি করুন। পরের দিন অন্ন ও বস্ত্র দান করুন।

শিব পুজার শুভ সময়
শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের পুজোর জন্য বেশকয়েরটি শুভ-সময় রয়েছে। ভোরে ৪টে ১৩ মিনিট থেকে ৪টে ৫৪ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ১২টা থেকে ১২.৫৫ পর্যন্ত। এরপর দুপুর ২টো ৪৫ মিনিট থেকে ৩টে ৪০ পর্যন্ত। এছাড়া দুপুর ১২টা ২৪ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ। 

শ্রাবণ মাসের প্রথম সোমবারের প্রতিকার
এই দিন সকালেই ভগবান শিবের প্রথম পুজোর চেষ্টা করা উচিত। এই সময় শিবলিঙ্গে বেল পাতা ও জল অর্পণ করুন। এরপর শিবলিঙ্গ প্রদক্ষিণ করুন। মনোবাসনা পূরণের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন।

আরও পড়ুন'টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?', সুস্মিতা-ললিত সম্পর্ক নিয়ে তসলিমা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement