Shani Dev Mahadasha on Zodiac Signs: চলছে কার্তিক মাস (Kartik Month)। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ২১ অক্টোবর, বৃহস্পতিবার থেকে কার্তিক মাস শুরু হয়েছে। এই মাসটি ধর্ম ও কর্মের জন্য শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসকে উত্তম মাসও বলা হয়। এই মাসে শনিদেব (Shani Dev) তাঁর ভক্তদের আশীর্বাদ করেন। আসুন জেনে নেওয়া যাক, কার্তিকে কীভাবে শনিদেব প্রসন্ন হতে পারেন।
কার্তিক মাস ২০২১ (Kartik Month 2021)
ক্যালেন্ডার অনুসারে আগামী ১৯ নভেম্বর, পর্যন্ত কার্তিক মাস থাকবে৷ এই মাসে ৪টি শনিবার পড়ছে।
২৩ অক্টোবর - প্রথম শনিবার
৩০ অক্টোবর - দ্বিতীয় শনিবার
০৬ নভেম্বর - তৃতীয় শনিবার
১৩ নভেম্বর- চতুর্থ শনিবার
বিশ্বাস করা হয় যে, কার্তিক মাসে নিষ্ঠা করে শনিদেবের পুজো করলে, তিনি প্রসন্ন হন। কার্তিক মাসকে চতুর্মাসের শেষ মাস হিসেবে ধরা হয়। পঞ্চাঙ্গ অনুযায়ী আগামী ১৪ নভেম্বর এই চতুর্মাস শেষ হতে চলেছে। এই দিনটি পড়েছে দেব উথানী একাদশী।
আজকের পঞ্চাঙ্গ (Today's Panchang)
পঞ্চাঙ্গ অনুসারে, ২৩ অক্টোবর কার্তিকের প্রথম শনিবার। এদিন কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং কৃত্তিকা নক্ষত্র। চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। প্রথম শনিবার, শনিদেবের পুজোর বিশেষ যোগ তৈরি হয়েছে। এদিন মকর রাশিতে অধিষ্ঠিত হবেন শনিদেব।
এদিকে গুরুও মকর রাশিতে শনির সঙ্গে মিলিত হয়ে বসে আছেন। মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেব যখন তার রাশিতে থাকেন তখন তিনি শক্তিমান হন। গুরুর সহায়তায় শনির আরও শুভ হবে।
৫ রাশির উপর শনির দৃষ্টি (Shani Dev Mahadasha effects on Zodiac Signs)
তুলা রাশিতে মিথুন ও শনির ধাইয়া বা মহাদশা। ধনু, মকর ও কুম্ভ রাশিতে শনির অর্ধশতক চলছে। এর সঙ্গে, যারা শনির অধীনে আছেন, অথবা যদি জন্ম অঙ্কে শনি অশুভ হয়, তাহলে এই ধরনের ব্যক্তিদের ২৩ অক্টোবর শনিদেবের পুজো করলে উপকার মিলবে এবং সমস্যা দূর হবে।
শনিদেবকে তুষ্ট করার উপায় (How to please Shani Dev)
শনিদেবকে শান্ত করতে শনি মন্দিরের কাছে সরিষার তেলের প্রলেপ দিতে হবে। হনুমান চাল্লিশা পাঠ করলেও শনিদেব শুভ ফল দেন। সেই সঙ্গে মাথায় রাখতে হবে-
* শনিদেব সম্পর্কিত জিনিস দান করুন।
* যারা কঠোর পরিশ্রম করে তাঁদের সম্মান করুন।
* আর্থিকভাবে দুর্বল ব্যক্তিকে সাহায্য করুন।
* পশু-পাখিদের খাবার দিন।
* কালো ছাতা এবং কালো কম্বল দান করুন।