Shani Vakri 17 June 2023 : জ্যোতিষশাস্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ শনি। সকলেই শনিদেবকে বিশেষ সমীহ করে চলেন। এই গ্রহ কোনও কারণে কুপিত হলে তার খুব খারাপ প্রভাব পড়ে জীবনে। আর যদি শনিদেব প্রসন্ন হন তাহলেও রাতারাতি কোনও রাস্তার ভিখারিকেও রাজা করে দিতে পারেন। সেই শনিদেবেরই আগামী ২০ দিন পর শক্তি বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে ৫ কাজ অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত।
আরও পড়ুনঃ নীচভঙ্গ রাজযোগে জুনেই দেদার কামাই, সম্পত্তি লাভ ৩ রাশির
আরও পড়ুনঃ ৩০ জুন পর্যন্ত সাবধান ৩ রাশি, ষড়ষ্টক যোগে বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা
আগামী ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন শনিদেব। অর্থাৎ উল্টো চাল শুরু হবে শনির। এই অবস্থায় শনির ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। আর তার খারাপ প্রভাব পড়ে জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক জীবনে। তাই এই সময় কিছু ভুল করলে মানুষ শনির দোষের শিকার হন। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাই কয়েকটি বিষয়ে অবশ্যই সাবধানে থাকা উচিত।
শনির দিকে দৃষ্টি নয়
শনিদেবের পুজোর সময় কখনওই তাঁর চোখের দিকে তাকাবেন না। এতে তাঁর বক্রি দৃষ্টির শিকার হতে পারেন। কারণ মনে রাখবেন শনিদেবের বক্রি দৃষ্টির শিকার হলে জীবনে নেমে আসতে পারে ঘোরতর সমস্যা।
তামার বাসনে পুজো নয়
শনিদেবের পুজোয় তামার কোনও বাসন ব্যবহার করবেন না। কারণ তামা হল সূর্যের ধাতু। আর শনি ও রবিকে একে অপরের বিরোধী বলে মনে করা হয়।
মহিলারা মূর্তি ছোঁবেন না
পুজোর সময় মহিলদের কয়েকটি নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে। শনিদেবের পুজোর সময় মহিলারা কখনওই তাঁর মূর্তি স্পর্শ করবেন না। কারণ তাতে জীবনে সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে।
শুধু প্রদীপ জ্বালান
পুজোর সময় মহিলারা শুধু শনিদেবকে তেল অর্পণ করুন। একটি পাত্রে তেল নিয়ে শনিদেবের মূর্তির সামনে রাখুন ও প্রদীপ জ্বালান। এর চেয়ে বেশি কিছু করবেন না।
কুণ্ডলীর দোষ কাটান
অনেকের জন্মছক বা কুণ্ডলীতেই শনি দোষ থাকে। তাই যদি আপনারও কুণ্ডলীতে শনি দোষ থাকে, তাহলে কোনও জ্যোতিষ বিশেষজ্ঞের থেকে পরমর্শ নিয়ে ন্যায়দেবতার পুজো করুন। তাতে দোষ থেকে মুক্তি পেতে পারেন।