Basil Plant Vastu: হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তুলসী গাছের বৈজ্ঞানিক ও ঔষধি উপকারিতাও রয়েছে। এ কারণে বেশির ভাগ বাড়িতেই তুলসী গাছ রাখা হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচকতা বিরাজ করে। তুলসী পুজো করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। অন্যদিকে, তুলসী গাছের বিষয়ে করা ভুলগুলি মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করে তোলে। এ কারণে ঘরে দারিদ্র্য আসতে সময় লাগে না। তাই ধর্ম ও বাস্তুশাস্ত্রে উল্লিখিত তুলসী সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।
তুলসী গাছ সম্পর্কে এই নিয়মগুলি মেনে চলুন
- তুলসী গাছ কখনোই মাটিতে লাগাবেন না, বরং ভালো পাত্রে বা মাটি থেকে ওপরে তুলসীর বেদী তৈরি করে লাগান।
- বাস্তুশাস্ত্র অনুসারে রবিবার ও একাদশীতে কখনই তুলসী গাছে জল নিবেদন করবেন না। তুলসীকে স্পর্শ করবেন না বা তুলসী পাতা তুলবেন না।
- তুলসী গাছ যেখানেই রাখা হোক না কেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোর ব্যবস্থা থাকতে হবে। তুলসীকে কখনই অন্ধকারে রাখবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান। এটি করলে মা লক্ষ্মী সর্বদা ঘরে বিরাজ করবেন।
- ঘরে কখনই শুকনো তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছ শুকিয়ে গেলে সম্মানের সঙ্গে বিসর্জন দিয়ে তার জায়গায় অন্য গাছ লাগান। তুলসী গাছ শুকানো অশুভ, এতে অর্থের ক্ষতি হয়।
- মনে রাখবেন, তুলসীর শুকনো পাতা ফেলে দেবেন না, তা তুলসী গাছের মাটিতে রাখুন।
- তুলসী গাছ দক্ষিণ দিকে না রেখে পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন।
- তুলসী গাছের চারপাশে কাঁটাযুক্ত গাছ বা কোনো অশুভ গাছ লাগাবেন না।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)