Advertisement

Tulsi Plant Vastu: বাড়ির এই জায়গায় তুলসী গাছ রাখবেন না, সুখ-সমৃদ্ধি পালিয়ে যাবে

Tulsi Plant Vastu: সনাতন ধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। তুলসী যে বাড়িতে থাকে, সেই বাড়িতে লক্ষ্মীর বাস হয়। তুলসী গাছের সঙ্গে রয়েছে একাধিক আধ্যাত্মিক কথা। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সর্বদা ইতিবাচকতা বিরাজ করে।

বাড়ির কোনদিকে রাখবেন তুলসী গাছ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 5:23 PM IST
  • সনাতন ধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়।

সনাতন ধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। তুলসী যে বাড়িতে থাকে, সেই বাড়িতে লক্ষ্মীর বাস হয়। তুলসী গাছের সঙ্গে রয়েছে একাধিক আধ্যাত্মিক কথা। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সর্বদা ইতিবাচকতা বিরাজ করে। তাই বাড়িতে তুলসী গাছ নিয়ে আসলে অবশ্যই তার যত্ন এবং সঠিক নিয়ম পালন করা দরকার। নয়তো সংসারে অঘটন ঘটতে সময় লাগে না। আসুন তাহলে জেনে নিই তুলসী গাছ ঘরে আনার সেই নিয়ম। 

ছাদে তুলসী গাছ রাখবেন না
বাস্তু অনুসারে, তুলসী গাছকে বুধের প্রতীক বলে মনে করা হয়। এরকম অবস্থায় যে সব ব্যক্তির বুধ গ্রহ অর্থের সঙ্গে সম্পর্কিত তারা কোনওভাবেই ছাদে তুলসী গাছ রাখবেন না। বুধ বুদ্ধির সঙ্গে অর্থেরও গ্রহ বলে মানা হয়ে থাকে আর বুধ ব্যবসারও অধিপতি। তাই তুলসী গাছকে ভুলেও ছাদে রাখতে নেই। 

কোনদিকে তুলসী রাখা উচিত নয়
বাস্তুমতে, ঘরে তুলসীর গাছ সর্বদা উত্তর, উত্তর-পূর্ব দিশায় বসানো উচিত। এতে ঘরে ইতিবাচকতা আসে। নেতিবাচক এনার্জি দূরে চলে যায়। তুলসী গাছ লাগানোর সময় এটা মাথায় রাখতে হবে যে এই গাছ কখনই যেন দক্ষিণদিকে না বসানো হয়। নয়তো আপনার আর্থিক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আসলে বাস্তুমতে, দক্ষিণ দিককে যমরাজ ও পূর্বপুরুষদের দিক হিসাবে বিবেচনা করা হয়। তাই তুলসী গাছ এইদিকে কখনও রাখা উচিত নয়। তুলসী গাছ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটু উঁচু জায়গায় রাখতে হয়। 

আর্থিক ক্ষতি হবে 
অপরদিকে, ঘরের দক্ষিণ-পূর্ব দিককে অগ্নির দিশা বলে মনে করা হয়। এই দিশায় তুলসী গাছ রাখলে ভাল পরিণাম পাওয়া যায় না। এইজন্য তুলসী গাছ এই দিশাতে কোনওদিনই রাখবেন না। তুলসী সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চললেই আপনার আর্থিক দিক মজবুত হয়ে যাবে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement