Advertisement

Murti Puja Tips : এই ৫ মূর্তির পুজো বাড়িতে কখনওই করবেন না, সংসারে নামবে ঘোর অমঙ্গল

মনে রাখবেন ভাঙা মূর্তি পূজো করলে বা বাড়িতে রাখলেও তার অশুভ প্রভাব পড়তে পারে জীবনে। কারণ সেক্ষেত্রে পুজো সফল হয় না এবং শুভ ফলও পাওয়া যায় না। তাই অতি অবশ্যই ভাঙা মূর্তি বাড়ি থেকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Jan 2023,
  • अपडेटेड 7:17 PM IST
  • বাড়িতে মূর্তি পুজো অনেকেই করেন
  • তবে কিছু মূর্তি বাড়িতে রাখা ঠিক নয়
  • মিলতে পারে অশুভ ফল

হিন্দু ধর্মে পুজোপাঠ, উপবাস ও উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। বেশিরভাগ মানুষই দেবদেবীদের মূর্তি বা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করেন। কিন্তু আপনি কি জানেন এমন অনেক মূর্তি আছে যেগুলি বাড়িতে রাখা বা ঘরে পুজা করা নিষিদ্ধ। কারণ বাড়িতে ওই সমস্ত মূর্তিগুলির পুজো করলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া যদি কেউ ভুল উপায়ে মূর্তি পুজো করেন তাহলেও বাড়িতে ও পরিবারে বিভিন্ন ধরনের অশুভ পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কোন কোন মূর্তি বাড়িতে রাখা বা পুজো করা উচিত নয়।

মনে রাখবেন ভাঙা মূর্তি পূজো করলে বা বাড়িতে রাখলেও তার অশুভ প্রভাব পড়তে পারে জীবনে। কারণ সেক্ষেত্রে পুজো সফল হয় না এবং শুভ ফলও পাওয়া যায় না। তাই অতি অবশ্যই ভাঙা মূর্তি বাড়ি থেকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত।

নটরাজ - এমনটা মনে করা হয় যে ভগবান শিব যখন উগ্র রূপে তান্ডব করেছিলেন, সেটিই হল নটরাজ (Natraj) রূপ। তাই বাড়িতে নটরাজের মূর্তি রাখা নিষিদ্ধ বলে মনে করা হয়। কারণ তাতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে।

শনিদেব - বাড়িতে শনিদেবের (Shanidev) মূর্তি স্থাপন করাও নিষিদ্ধ। সূর্যপুত্র শনিদেবের পুজো সর্বদা বাড়ির বাইরে হয়ে থাকে। তাই কখনওই বাড়িতে শনিদেবের মূর্তি স্থাপন করবেন না।

ভৈরব বাবা - অনেকে ভৈরব বাবাকে (Bhairav Baba) ভগবান শিবের রূপ বলে মনে করেন। কিন্তু ভৈরব বাবা তন্ত্র-মন্ত্রের সঙ্গে যুক্ত। তাই ভৈরব বাবার মূর্তি বাড়িতে বসানো উচিত নয়।

রাহু ও কেতু - জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে (Rahu And Ketu) অশুভ গ্রহের মধ্যে গণ্য করা হয়। এমনটা মনে করা হয় যে ঘরে বা রাশিতে রাহু কেতুর দোষ থাকলে ব্যক্তির জীবনে কিছু খারাপ ঘটে, বা কুফল পাওয়া যায়। তাই ভুল করেও বাড়িতে রাহু ও কেতুর মূর্তি স্থাপন করবেন না।

Advertisement

আরও পড়ুন - বুধ-সূর্যের মিলনে মকরে বুধাদিত্য রাজ যোগ, রাতারাতি খুলবে ৩ রাশির কপাল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement