Advertisement

Vastu Tips for Store Room: জীবনে প্রতি মুহূর্তে জটিলতা তৈরি হচ্ছে, বাড়ির স্টোর রুমটা কোন দিকে রয়েছে?

সকলেই একটি ঘরকে আমরা বাড়ির স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। যে জিনিসগুলির প্রয়োজন হয় না, বা কিছু অপ্রয়োজনীয় জিনিস সেগুলি রাখা হয় বাড়ির স্টোর রুমে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে সঠিক দিকে স্টোর রুম না থাকলে সংসারে নানারকম সমস্যা দেখা দিতে পারে। ভুল জায়গায় তৈরি বাড়ির স্টোর রুম ব্যক্তির জীবনে জটিলতা, স্বাস্থ্যের সমস্যা এবং অর্থ সঙ্কট নিয়ে আসতে পারে। 

Vastu Tips: ভুল দিকে রয়েছে বাড়ির স্টোর রুম?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Feb 2022,
  • अपडेटेड 5:37 PM IST
  • সকলেই একটি ঘরকে আমরা বাড়ির স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়
  • বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে সঠিক দিকে স্টোর রুম না থাকলে সংসারে নানারকম সমস্যা দেখা দিতে পারে
  • ভুল জায়গায় তৈরি বাড়ির স্টোর রুম ব্যক্তির জীবনে জটিলতা, স্বাস্থ্যের সমস্যা এবং অর্থ সঙ্কট নিয়ে আসতে পারে

Vastu Tips for House Store Room: সকলেই একটি ঘরকে আমরা বাড়ির স্টোর রুম (Store Room) হিসেবে ব্যবহার করা হয়। যে জিনিসগুলির প্রয়োজন হয় না, বা কিছু অপ্রয়োজনীয় জিনিস সেগুলি রাখা হয় বাড়ির স্টোর রুমে। বাস্তুশাস্ত্র অনুসারে (Vastu Tips), বাড়িতে সঠিক দিকে স্টোর রুম না থাকলে সংসারে নানারকম সমস্যা দেখা দিতে পারে। ভুল জায়গায় তৈরি বাড়ির স্টোর রুম ব্যক্তির জীবনে জটিলতা, স্বাস্থ্যের সমস্যা এবং অর্থ সঙ্কট নিয়ে আসতে পারে। 

জেনে নিন বাস্তু অনুসারে বাড়ির স্টোর রুম কোন দিকে হওয়া উচিত-

  • দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ আগ্নেয় কোণে স্টোর রুম থাকলে গৃহকর্তার আয় বেশি হয়, খরচ কম হয়। তবে তেল ও ঘি জাতীয় জিনিসপত্র স্টোর রুমের আগ্নেয় কোণে রাখা যেতে পারে।
  • যদি দক্ষিণ-পশ্চিম দিকে স্টোর রুম বানিয়ে শস্য জমা করা হয়, তাহলে তাতে পোকামাকড় লাগতে শুরু করে। এছাড়াও, পরিবারের প্রধান করতে যতই উপার্জন করুক না কেন, ব্যয় বেশিই হয়।
  • উত্তর-পশ্চিম দিকে স্টোর রুম করা খুবই শুভ। পরিবার আর্থিকভাবে স্বচ্ছলতা এবং সম্মান পায়।
  • পূর্ব দিকে তৈরি স্টোর রুম বাড়ির সদস্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তির চিন্তায় নেতিবাচকতা আসে।ইচ্ছে থাকলেও সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে না।
  • স্টোর রুম কখনই উত্তর দিকে করা উচিত নয়। এ ছাড়া স্টোর রুমে কখনওই ঘুমানো উচিত নয়।
  • স্টোর রুমে কোনও পাত্র খালি রাখা উচিত নয়।
  • স্টোর রুমের দেওয়াল গাঢ় ও উজ্জ্বল রং দিয়ে রং করবেন না।
  • স্টোর রুমে হালকা হলুদ বা অফ হোয়াইট রং করা ভালো।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement