Advertisement

Relationship Vastu: ডিভোর্স, ব্রেক-আপ কাছে ঘেঁষবে না; নবদম্পতিদের অবশ্যই জেনে রাখা দরকার

Relationship Vastu: কোনও কারণে অনেক সময় কিন্তু বিয়ের পরেও জীবনে নানান সমস্যা আসে, যা অনেক সময় অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, দম্পতিরা যদি সঠিক দিকে মুখ করে না ঘুমান, তাহলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে, জানেন বিবাহিত দম্পতিদের ঘর কোন দিকে রাখা শুভ?

ডিভোর্স, ব্রেক-আপ কাছে ঘেঁষবে না; নবদম্পতিদের অবশ্যই জেনে রাখা দরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2024,
  • अपडेटेड 6:57 PM IST

Relationship Vastu: হিন্দুধর্মে বিবাহের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ১৬ টি সংস্কারের মধ্যে বিবাহ সংস্কারটি কিন্তু অন্যতম। বিবাহ মানেই সাত জনমের বন্ধন বলে মনে করা হয়। তবে বিয়ে করলে সকলেই যে জীবনে সুখী হন, তা কিন্তু নয়। নববিবাহিত দম্পতিদের জীবনে ভালোবাসা পূর্ণ থাকা খুব দরকার।

তবে কোনও কারণে অনেক সময় কিন্তু বিয়ের পরেও জীবনে নানান সমস্যা আসে, যা অনেক সময় অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, দম্পতিরা যদি সঠিক দিকে মুখ করে না ঘুমান, তাহলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে, জানেন বিবাহিত দম্পতিদের ঘর কোন দিকে রাখা শুভ?

১. নব দম্পতিদের ঘরে যদি সুখ রাখতে চান ও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না, সহজে মাথা গরম করবেন না। কথায় কথায় তর্কাতর্কি করবেন না। মারামারি, হানাহানি করা এড়িয়ে চলুন। তবেই কিন্তু বিবাহিত জীবনে আপনি সুখী থাকবেন।

২. নববিবাহিতদের ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটি বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধির দিক। তবেই জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। জীবনে কোনও অসুবিধা আসবে না। এমনকী দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।

৩. সদ্য বিবাহিত ব্যক্তিদের বিছানা কোনও ধাতুর জিনিস দিয়ে তৈরি করা উচিত নয়। এতে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। এমনকি অর্থহানি হতে পারে।

৪. কেমন খাটে শোবেন বর্গাকার কাঠের বিছানায় শোওয়া নববধূর জন্য শুভ বলে মনে করা হয়। এতে তাদের জীবনে সুখ লেগে থাকবে। এমনকী আর্থিকদিকে লাভ হবে আপনার।

৫. খাটের ওপর এই জিনিসগুলি রাখবেন না বিছানায় কোনও উপহার বা বাসন একদমই রাখবেন না। তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই তারাই পিছিয়ে পড়বেন না।

Advertisement

৬. এই রঙ ঘরে করবেন না নব বিবাহিত দম্পতিদের ঘরের রঙ হালকা রাখা উচিত। নীল, কালো রঙ একদমই করবেন না। এতে তাদের জীবনে অশান্তি সম্মুখীন হতে হতে পারে।

৭. কোন দিকে মাথা করে ঘুমাবেন ঘুমানোর সময় নববিবাহিত দম্পতিদের মাথা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত নয়। এতে তারা সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে তারা ভালোভাবে থাকতে পারবেন। এমনকী অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement