Advertisement

Vastu Tips For Sleeping: ঘুমোনোর সময় বালিশের পাশে এই ৪ জিনিস নয়, কাঙাল হয়ে যাবেন

বাস্তুশাস্ত্র অনুসারে,কয়েকটি জিনিস বালিশের নীচে বা চারপাশে রেখে ঘুমোনো উচিত নয়। আর্থিকভাবে দুর্বল হতে পারেন। ঘুমানোর আগে এই অভ্যাসগুলি মেনে চলা প্রয়োজন। 

Vastu Tips। বাস্তু টিপস।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 8:03 PM IST
  • বাস্তু দোষে ঘটতে পারে বিপত্ত।
  • বালিশের পাশে কী কী রাখবেন না?

ভাল এবং খারাপ সময় জীবনের অংশ। তবে এমন কিছু সমস্যা রয়েছে যা কোনওভাবেই এড়ানো যায় না। এর জন্য দায়ী শুধু কপাল নয়, বাস্তুদোষও। ঘরে দোষ থাকলে ব্যক্তির ভাগ্যে প্রভাব ফেলে। ধারদেনায় জর্জরিত হতে হয়। এর পাশাপাশি স্বাস্থ্যের অবনতিও হতে পারে। রাতে ঘুমোনোর সময়ও কয়েকটি ভুল জীবন থেকে সুখশান্তি কেড়ে নিতে পারে। ঘুমোনোর সময় বালিশের পাশে এই সব জিনিস রাখতে নেই। দুর্ভাগ্য ঘিরে ধরে। স্বাস্থ্যের পাশাপাশি হতে পারে অর্থহানিও। মনে তো বটেই ঘরের শান্তিও নষ্ট হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে,কয়েকটি জিনিস বালিশের নীচে বা চারপাশে রেখে ঘুমোনো উচিত নয়। আর্থিকভাবে দুর্বল হতে পারেন। ঘুমানোর আগে এই অভ্যাসগুলি মেনে চলা প্রয়োজন। 

মোবাইল-বৈদ্যুতিন যন্ত্রপাতি- ঘুমোতে গেলে মোবাইল বা ইলেকট্রনিক জিনিস বালিশের নীচে বা আশেপাশে রাখা উচিত নয়। তা স্বাস্থ্যকে প্রভাবিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে,এই জিনিসগুলি ঘুমের সমস্যার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষতি করে। কমতে পারে আয়। ঘুমানোর আগে মোবাইল ও ল্যাপটপ বা ট্যাব বালিশ থেকে দূরে রাখুন।

অ্যালার্ম- অনেকের সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয়। অ্যালার্ম ছাড়া উঠতে পারে না। সেক্ষেত্রে বালিশের পাশেই অ্যালার্ম রাখেন তাঁরা। এতে প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। অ্যালার্ম ঘড়ি বালিশের পাশে রাখলে বাস্তু দোষের সৃষ্টি হয়। বাস্তুর দৃষ্টিকোণ থেকে তা ভুল। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘড়ি বিছানার ডান বা বাম দিকে রাখতে হবে।

পার্স- ঘুমানোর সময় অনেকে পার্সটা বালিশের পাশে রাখেন বা বিছানার তোষকের নীচে রাখেন। এটা একদম করবেন না। কারণ বাস্তু অনুসারে এটা ভুল। পার্স বালিশের পাশে বা বিছানার নীচে রেখে ঘুমালে মা লক্ষ্মী রেগে যান। পার্সে মা লক্ষ্মীর বাস। হাতে টাকাপয়সা আসবে না। একই ভুল দীর্ঘদিন ধরে করলে কাঙাল হয়ে যেতে পারেন। 

Advertisement

বই-খবরের কাগজ- অনেকের অভ্যাস, রাতে বই নিয়ে শুয়ে পড়া। পড়তে পড়তে অনেকে ঘুমিয়ে পড়লে বালিশের পাশে বই রেখে বা মাথার উপরে বই রেখে ঘুমিয়ে পড়েন। এতে ঘরের বাস্তুতে নেতিবাচক প্রভাব ফেলে। নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। বুধ গ্রহ দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি মনের উপরেও পড়ে নেতিবাচক প্রভাব। রাতে বই বা খবরের কাগজ পড়তে পারেন। তবে ঘুমোনোর আগে তা রাখতে হবে যথাস্থানে।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement