Advertisement

Vastu Tips : এই ৬ জিনিস বাড়িতে নেই তো? পথে বসিয়ে ছাড়ে!

অনেক মানুষ আছেন দুঃখ দুর্দশা যাঁদের পিছু ছাড়ে না। প্রচুর চেষ্টার পরও তাঁদের অবস্থা ফেরে না। ভাল রোজগার করলেও হাতে টাকা থাকে না। বাড়িতে সব সময় উত্তেজনাময় পরিবেশ থাকে। কিন্তু এসবের কারণ কী? জ্যোতিষী সুনিধি মেহরা নারাং মানুষের এই দুর্ভাগ্যজনক অবস্থার নেপথ্যে কিছু ভুলের কথা বলেছেন। তাঁর মতে, এমন কিছু জিনিস আছে যা ঘরে রাখা দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jun 2022,
  • अपडेटेड 3:24 PM IST
  • প্রচুর পরিশ্রমের পরেও ফল পান না অনেকে
  • এর নেপথ্যে থাকে কিছু বাস্তু দোষ
  • জেনে নিন সেগুলি কী কী

এমন অনেক মানুষ আছেন দুঃখ দুর্দশা যাঁদের পিছু ছাড়ে না। প্রচুর চেষ্টার পরও তাঁদের অবস্থা ফেরে না। ভাল রোজগার করলেও হাতে টাকা থাকে না। বাড়িতে সব সময় উত্তেজনাময় পরিবেশ থাকে। কিন্তু এসবের কারণ কী? জ্যোতিষী সুনিধি মেহরা নারাং মানুষের এই দুর্ভাগ্যজনক অবস্থার নেপথ্যে কিছু ভুলের কথা বলেছেন। তাঁর মতে, এমন কিছু জিনিস আছে যা ঘরে রাখা দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে।

মহাভারতের ছবি - জ্যোতিষাচার্য বলেছেন, বাড়ির কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয়। বাড়িতে মহাভারতের ছবি থাকলে মারামারি, তর্ক-বিতর্ক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করে। বিশেষত বেড রুম বা ড্রয়িং রুমে এমন ছবি ভুলেও রাখবেন না।

তাজমহল - তাজমহলের ছবিও কখনওই ঘরে রাখা উচিত নয়। তাজমহল হল বেগম মমতাজের সমাধি, ঘরে সমাধির ছবি বা পেইন্টিং রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।

জট পাকানো তার - পেঁচিয়ে যাওয়া বা জট পাকানো তার কখনওই ঘরে রাখবেন না। ল্যাপটপ বা স্মার্টফোনের চার্জারের তারগুলিও যাতে জট না পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। কারণ তাতে ইতিবাচক শক্তি বাধাপ্রাপ্ত হয়।

শুকিয়ে যাওয়া ফুল - বাড়িতে কখনওই শুকিয়ে যাওয়া ফুল রাখা উচিত নয়। এক্ষেত্রে বেডরুম বা ড্রয়িং রুমে রাখা গাছপালার বিশেষ যত্ন নিন। মনে রাখবেন গাছগুলির ফুল যেন কখনওই শুকিয়ে না যায়। বাড়িতে শুকনো ফুল অশুভের প্রতীক।

কল থেকে ফোঁটা ফোঁটা জল - বাড়ির কোনও কল থেকে ফোঁটা ফোঁটা জল মানুষের সর্বনাশের লক্ষণ হতে পারে। রান্নাঘর বা বাথরুমে যদি কোনও কল থাকে তবে সেটি অশুভ লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব তা মেরামত করুন।

জমে থাকা জল - বাড়ি বা বাড়ির আশেপাশে যদি এমন কোনও জায়গা থাকে যেখানে সর্বদা জল জমে থাকে তবে অবিলম্বে সেগুলি ঠিক করুন। রান্নাঘর, বাথরুম বা বাড়ির উঠানে জল জমে থাকা খুবই অশুভ। এটি বাড়ির আর্থিক সমৃদ্ধিতে বাধার লক্ষণ।

Advertisement

আরও পড়ুন২২০ থেকে ৭৫ কেজি আদনান সামি, এই ৬ খাবারেই...

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement