Advertisement

Vastu Tips: বাড়িতে ভুলেও এই দেবতার মূর্তি পুজো করবেন না, হতে পারে অমঙ্গল

হিন্দু ধর্মে পুজো-অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে। অধিকাংশ মানুষই দেব-দেবীর পুজো করে থাকেন। বাস্তু অনুযায়ী, দেব-দেবী-ঈশ্বরের অনেক মূর্তি আছে, যেগুলি ঘরে রাখলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়ির মন্দির বা উপাসনালয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি রাখা হয়। তাঁদের পুজো করা হয়। ভুল নিয়মে মূর্তি পুজো করলে ঘরে কলহ ও অশান্তি হতে পারে।

বাড়িতে ভুলেও এই দেবতার মূর্তি পুজো করবেন না/ প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 6:20 PM IST
  • হিন্দু ধর্মে পুজো-অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে
  • বাড়ির মন্দির বা উপাসনালয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি রাখা হয়
  • ভুল নিয়মে মূর্তি পুজো করলে ঘরে কলহ ও অশান্তি হতে পারে

হিন্দু ধর্মে পুজো-অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে। অধিকাংশ মানুষই দেব-দেবীর পুজো করে থাকেন। বাস্তু অনুযায়ী, দেব-দেবী-ঈশ্বরের অনেক মূর্তি আছে, যেগুলি ঘরে রাখলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়ির মন্দির বা উপাসনালয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি রাখা হয়। তাঁদের পুজো করা হয়। ভুল নিয়মে মূর্তি পুজো করলে ঘরে কলহ ও অশান্তি হতে পারে।

বাস্তু মতে বাড়ির উত্তর-পূর্ব দিক পুজো করার স্থান হিসেবে শুভ। এছাড়াও, বাড়িতে ভাঙা মূর্তি রাখলে বাস্তু দোষ হয়। আসুন জেনে নিন, বাড়ির পুজোর স্থানে কোন মূর্তি রাখা নিষেধ।

নটরাজ- নটরাজ হলেন ভগবান শিবের উগ্র রূপ। ভগবান শিব খুব ক্রুদ্ধ হলে তিনি নটরাজের রূপ ধারণ করেন। শিবের নটরাজ রূপ ঘরে স্থাপন করলে সংসারে অশান্তি আসে।

ভৈরব দেব- ভৈরব দেবও ভগবান শিবের একটি রূপ। কিন্তু ভৈরব দেবকে তন্ত্র-মন্ত্র বিদ্যার দেবতা মনে করা হয়। ভগবান ভৈরবের পুজো ঘরের ভিতরে করা উচিত নয়।

রাহু-কেতু- জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুকে 'পাপী গ্রহ' বা 'ছায়া গ্রহ' বলা হয়। রাহু-কেতু সংক্রান্ত দোষ প্রশমিত করার জন্য রাশিফলের অনেকগুলি প্রতিকার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তাঁর মূর্তি বা দেবতা স্থাপন করা নিষিদ্ধ।

শনিদেব- শনি মহারাজ সূর্যের পুত্র। তাঁর পুজোয় অনেক নিয়ম মানা হয়। সূর্যাস্তের পর শনি দেবের পূজা করা হয়। শনিদেবের পুজো সর্বদা বাড়ির বাইরে করা হয়, তাই আপনার বাড়িতে শনিদেবের মূর্তি ভুলেও স্থাপন করবেন না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement