Advertisement

Vastu Tips For Study: মাধ্যমিকে ভাল ফল হয়নি! এই জিনিসগুলি করলেই পাবেন ভাগ্যের সঙ্গ, ফিরবে মনোযোগ

আসলে রেজাল্ট ভাল করতে গেলে শুধু পড়াশুনো করলেই হয় না। বরং পরীক্ষা হলের ওই কয়েকটা ঘণ্টা পরীক্ষার্থীর পক্ষে যাওয়া জরুরি। সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে থাকবেন না।

পরীক্ষায় ভাল করার উপায়। পরীক্ষায় ভাল করার উপায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2022,
  • अपडेटेड 6:23 PM IST
  • রেজাল্ট ভাল করতে গেলে শুধু পড়াশুনো করলেই হয় না।
  • দরকার ভাগ্যের সঙ্গও।
  • রইল বাস্তু টিপস।

মাধ্যমিকে ভাল রেজাল্ট হয়নি! মন খারাপ হয়ে আছে। অনেক সময় দুর্দান্ত প্রস্তুতি নিলেও মনের মতো রেজাল্ট হয় না। ভাগ্য সঙ্গ দেয় না। আসলে রেজাল্ট ভাল করতে গেলে শুধু পড়াশুনো করলেই হয় না। বরং পরীক্ষা হলের ওই কয়েকটা ঘণ্টা পরীক্ষার্থীর পক্ষে যাওয়া জরুরি। সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে থাকবেন না। সকালে উঠে একটু চারপাশে বেরিয়ে আসুন। মাঝে মাঝে খেলাধুলোও দরকার। সেই সঙ্গে ভাল ঘুম। মনোযোগের জন্য ধ্যানও করতে পারেন। 

ভাল রেজাল্টের জন্য কী করবেন?

- পড়ার টেবিলে সরস্বতীর মূর্তি বা ছবি রাখুন।
- দেওয়ালে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন।
- পূর্ব দিকে মুখ করে পড়তে বসুন। উত্তর দিকেও মুখ করতে পারেন। পিছনে দেওয়াল থাকলে ভাল হয়। 
- পড়ার টেবিলে একটি গ্লোব রাখুন। মাঝে মাঝে সেটা ঘোরান। 
- সমস্ত বইয়ের মধ্যে রাখুন জাফরান।
- পড়ার পর বইগুলিকে রাখুন উত্তর-পূর্ব দিকে। 
- বইয়ের আলমারি থাকলে সেটা যেন পূর্ব বা উত্তর দিকে খোলে।
- রাতে বইগুলি আলমারিতে রাখুন। এদিক-ওদিক ফেলে রাখবেন না। 
- পড়ার সময়ে খালি বউয়ের আলমারি খোলা রাখুন।
- রাতে পড়ার শেষে ওঁ গণেশায় নমঃ জপ করে ঘুমিয়ে পড়ুন।

আরও পড়ুন

পড়ায় মনোযোগ দিতে কী করবেন? 

- টেবিলে ক্রিস্টাল মালা বা ক্রিস্টাল পিরামিড রাখুন।
- স্টাডি রুমের দরজায় আলো জ্বালান।
- আশেপাশে সবুজ গাছগাছালি রাখতে পারেন।
- সবুজ রঙের পড়ার টেবিলের ক্লথ ও ঘরের পর্দা ব্যবহার করুন। 
-  স্টাডি টেবিল সব সময় গুছিয়ে রাখুন।

পড়াশুনোয় দুর্বল হলে কী করবেন? 

- সকালে উঠে কালো তিল জলে দিয়ে স্নান করুন।
- স্টাডি টেবিলে তুলসী পাতা বা তুলসীর চারা রাখুন।
- সকালে মধু ও বাদাম খান।
- সকালে উঠে স্নান সেরে সূর্যকে জলের অর্ঘ্য দিন। ইতিবাচক শক্তি সঞ্চার হয়। 
-পড়াশোনায় সাফল্যের জন্য শিক্ষার্থীর ঘর পূর্ব, উত্তর অথবা ঈশাণ কোণে থাকলে, সূর্য, বুধ ও বৃহস্পতির আশীর্বাদ মেলে।
- সূর্য কিরণ পড়ার ঘরে ঢুকলে পজিটিভ এনার্জি আসে। তাই জানালা খোলা রাখুন। 
- স্টাডিরুমে সবুজ রং করালে সুফল পাবেন।
- পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে পড়াশোনার ইচ্ছা বাড়ে।
- পড়ার সময় ফিটকিরির টুকরো নিজের পকেটে রাখুন। এতে দুশ্চিন্তা দূর হয়। 
- কোলাহল থেকে দূরে বাড়ির কোনও শান্তিপূর্ণ জায়গা বেছে নিন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement