Advertisement

Lord Shiva Worship: শিবলিঙ্গে কীভাবে নিবেদন করতে হয় বেলপাতা? না জানলে জানুন

Lord Shiva Worship: এখন শ্রাবণ মাস চলছে। আর এই মাসে শিবের পুজো করলে ভক্তের সব মনোস্কামনা পূরণ হয়। শিবলিঙ্গের পুজোর জন্য বেলপাতা চড়ানোর নিয়ম রয়েছে। বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয়। এখন শিবলিঙ্গে যখন জলাভিষেক বা রুদ্রাভিষেক করা হয়ে থাকে তখন বেলপাতা অর্পণ করা হয়।

শিবলিঙ্গে বেলপাতা দেবের কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2024,
  • अपडेटेड 8:09 PM IST
  • শিবলিঙ্গের পুজোর জন্য বেলপাতা চড়ানোর নিয়ম রয়েছে

এখন শ্রাবণ মাস চলছে। আর এই মাসে শিবের পুজো করলে ভক্তের সব মনোস্কামনা পূরণ হয়। শিবলিঙ্গের পুজোর জন্য বেলপাতা চড়ানোর নিয়ম রয়েছে। বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয়। এখন শিবলিঙ্গে যখন জলাভিষেক বা রুদ্রাভিষেক করা হয়ে থাকে তখন বেলপাতা অর্পণ করা হয়। তবে শাস্ত্রে এই বেলপাতা অর্পণ করার কিছু নিয়ম রয়েছে, যেটা অবশ্যই মেনে চলা উচিত। ভুলভাবে বেলপাতা অর্পণ করলে তার ফল কখনই পাওয়া যায় না। তাহলে জেনে নিন বেলপাতা অর্পণের নিয়ম। 

সোজা নাকি উল্টো
শিবলিঙ্গে সবসময় তিনটে পাতাওয়ালা বেলপাতা চড়াবেন। বেলপাতা কখনও ছেঁড়া যেন না হয়। এর সঙ্গে বেলপাতায় কোনও দাগ বা শুকনো যেন না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। বেলপত্র অর্পণ করার আগে গঙ্গাজলে ধুয়ে নিন। এরপর শিবলিঙ্গে বেলপাতা দিন। অধিকাংশ লোকই আগে বেলপত্র অর্পণ করে তারপর জল অর্পণ করে। বেলপত্রের মসৃণ দিকটা শিবলিঙ্গে অর্পণ করতে হবে। বেলপত্র অর্পণের সময়, একজনকে অবশ্যই অর্পণ মন্ত্র জপ করতে হবে বা আপনি 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করতে পারেন।

কটা বেলপত্র দেওয়ার নিয়ম
শিবলিঙ্গে সর্বদা ১, ৫, ১১, ২১ সংখ্যার বেলপত্র নিবেদন করা উচিত। বেলপত্রে রাম লিখে শিবলিঙ্গে নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন।

কীভাবে বেলপত্র নিবেদন করবেন
শিবলিঙ্গে সর্বদা উল্টো করে বেলপত্র অর্পণ করা উচিত। এর কারণ হল শিবলিঙ্গের উপর বেলপত্র সোজা রাখলে, এর পিছনের অংশটি শিবলিঙ্গকে স্পর্শ করবে যেখানে এর সামনের অংশটি শিবলিঙ্গকে স্পর্শ করবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement