১৮৬২ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এবছর পালিত হচ্ছে স্বামীজির ১৬১ তম জন্মবার্ষিকী । বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ- প্রেরণার নাম। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে, প্রতি বছর দেশজুড়ে তাঁর জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসুচি। ১২ জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস হিসেব পালিত হয় গোটা দেশে। স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে শুধু যুবসমাজ না, সকল ভারতবাসীকে।