গনগন করে জ্বলছে আগুন। আর মধ্যে খালি পায়ে হাঁটছে মানুষ। এরকমই এক ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও দেখা গেল তামিলনাড়ুর রামেশ্বরমে। রামেশ্বরমে কোট্টাই মুনিশ্বর মন্দিরের সামনে একটি জায়গায় কাঠ জ্বলিয়ে আগুনের আঁচ তৈরি করা হয়েছে। আর আগুনের মধ্যে দিয়ে একের পর এক ভক্ত হেঁটে আসছে। দেখুন ভিডিও।