মুর্শিদাবাদ জেলার প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম লালবাগের ঘোষবাড়ির পুজো (Durga Puja 2021 )। প্রায় দুশো বছর আগে পুজো শুরু করেন রাজা গঙ্গা নারায়ণ রায়। তার ছেলে মহেন্দ্র নারায়ণের সময় থেকে পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে। মহালয়ার দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। সেই প্রদীপ কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত জ্বলতে থাকে। আগে পুজোর সময়ে ঘোষ বাড়ির নাট্যমঞ্চে নাটক ও যাত্রা মঞ্চস্থ হত। নাট্যসম্রাট শিশির ভাদুড়ি ঘোষবাড়ির মঞ্চে শাহজাহান যাত্রা মঞ্চস্থ করেছিলেন। আগে দশমীর দিন বাইচ করে মশালের আলোয় দেবীকে বিসর্জন দেওয়া হত। এখন বাইচ হয় না। আতস বাজির মাধ্যমে ভাগিরথীতে বিসর্জন দেওয়া হয়।